You will be redirected to an external website

পাকিস্তানি ফ্যানকে অটোগ্রাফ দিলেন রোহিত ও বিরাট, উঠল বিতর্কের ঝড়

In the recently concluded Asia Cup, India played only cricket against Pakistan, not even showing courtesy in the Pahalgam atmosphere.

পাকিস্তানি ফ্যানকে অটোগ্রাফ দিলেন রোহিত ও বিরাট

সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে শুধু ক্রিকেটটাই খেলেছ, পহেলগাম আবহের পরিপ্রেক্ষিতে সৌজন্যবোধের ধারও ধারেনি। এশিয়া কাপ ২০২৫-এ তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। কিন্তু একবারের জন্যও সূর্যকুমার যাদব-সহ টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যরা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দনও করেননি। সেই পথেই চলতি ওডিআই বিশ্বাকাপে একই পথে হেঁটেছে ভারতের মহিলা দল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma, Virat Kohli) কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর পাকিস্তানের ফ্যানকে (Pakistani Fan) অটোগ্রাফ (Autographs) দিয়েছেন। আর সেই নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। 

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে পা রেখেছে অস্ট্রেলিয়ায়। ক্যাঙারুর দেশে নামার পর থেকেই টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে জোরদার প্রস্তুতি। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি বৃহস্পতিবার নেটে পুরোদমে অনুশীলন করেছেন। প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা রোহিত এবং বিরাট অনুশীলনের আগে এমন কিছু করেছিলেন যা পাকিস্তানি ভক্তের কাছে জীবনের সেরা উপহার হয়ে উঠেছে।

ভারতীয় দলের অনুশীলনের আগে, একজন পাকিস্তানি ফ্যান তাঁর প্রিয় দুই তারকা, রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছ থেকে অটোগ্রাফ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ভারতীয় দল যখন অনুশীলনের জন্য তাদের হোটেলের দিকে রওনা দেয়, তখন ভক্তটি টিম বাসের কাছে দাঁড়িয়ে ছিল। এই সময়, তিনি প্রথমে বিরাট কোহলিকে তাঁর আরসিবি জার্সিতে অটোগ্রাফ দেওয়ার জন্য অনুরোধ করেন। হাসিমুখে বিরাট ভক্তের ইচ্ছা পূরণ করেন এবং জার্সিতে অটোগ্রাফ দেন। এরপর রোহিত শর্মাও তাঁকে ভারতীয় দলের জার্সিতে অটোগ্রাফ দিয়ে তাঁর দিনটিকে আরও বিশেষ করে তোলেন। রোহিত শর্মা বাসে উঠেছিলেন, কিন্তু এই ভক্তের জন্য, তিনি বাস থেকে নেমে জার্সিতে স্বাক্ষর করেন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে।

এই মুহূর্তটি ভক্তের জন্য একটি বিশাল উপহারের চেয়ে কম ছিল না। তবে, সোশ্যাল মিডিয়ায় রোহিত এবং বিরাটের এই পদক্ষেপে ভারতীয় সমর্থকরা রীতিমতো অসন্তুষ্ট। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে রোহিত এবং বিরাটের পাকিস্তানি সমর্থককে অটোগ্রাফ দেওয়া উচিত ছিল না। তবে জানা গিয়েছে, রোহিত ও বিরাট জানতেন না যে, এই ভক্ত পাকিস্তানের ছিলেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

Finally, chief selector Ajit Agarkar opened up about this. He said that there is no 'trial' going on regarding the future of the two at the moment. Read Next

অস্ট্রেলিয়ায় ‘রো-কো’ জু...