মুরগির পাতলা ঝোল নয়, বরং রেঁধে ফেলুন চিকেন হটপাঞ্চ, জেনে নিন রেসিপি |
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত, কোথায় দাঁড়িয়ে বিরাট?
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত
আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের প্রাক্তন অধিনায়ক নিজের অবস্থান আরও মজবুত করেছেন ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে। অন্যদিকে, দীর্ঘদিন পর ছন্দে ফিরে বিরাট কোহলি (Virat Kohli) উঠে এলেন পঞ্চম স্থানে। তরুণ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) রয়েছেন চতুর্থ স্থানে। অর্থাৎ, শীর্ষ পাঁচে তিন ভারতীয়—যা আবারও প্রমাণ করছে টিম ইন্ডিয়ার ব্যাটিং আধিপত্য।
চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই রোহিত দুর্দান্ত ছন্দে। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও তাঁর ব্যাটে ছিল পরিপক্বতা, শান্ত মেজাজ আর আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যেন পুরনো হিটম্যানের অবতারে ধরা দেন।
অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে করেন ৭৩ রান—নিখুঁত টাইমিং আর সংযত ব্যাটিংয়ে সাজানো ইনিংস। তবে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে রোহিত ছিলেন এককথায় অনবদ্য। অপরাজিত ১২১ রানে দলকে জেতান, ফের শীর্ষে ফেরেন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে।
বর্তমানে রোহিতের পরেই রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। চতুর্থ স্থানে শুভমান গিল (৭৪৫ পয়েন্ট) এবং পাঁচ নম্বরে কোহলি (৭২৫ পয়েন্ট)। অর্থাৎ, ভারতের তিন ব্যাটারই শীর্ষ পাঁচে।
সূত্রের খবর, রোহিত শর্মা ফিটনেস ও ম্যাচ রিদম ধরে রাখতে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) এবং সম্ভব হলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (Syed Mushtaq Ali Trophy) মাঠে নামতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ফেরার এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে, ব্যস্ত আন্তর্জাতিক সিজনের আগে নিজেকে তীক্ষ্ণ রাখতে কতটা মুখিয়ে দলের অভিজ্ঞ ওপেনার।
অন্যদিকে, কোহলির অস্ট্রেলিয়া সিরিজটা শুরু হয়েছিল খারাপভাবে। প্রথম দু’টি ম্যাচে টানা শূন্য রানে আউট—কেরিয়ারে বিরল ব্যর্থতা। সমালোচনা শুরু হলেও তৃতীয় ম্যাচে চেনা বিরাট। ধীরস্থির ইনিংসে অপরাজিত ৭৪ রানে দলকে জেতান, প্রমাণ করে দেন ফর্ম আসে-যায়, ক্লাস রয়ে যায়।