ফাইনালে ঝড় তুললেন শেফালি!
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মহিলাদের বিশ্বকাপ ফাইনালে (Women’s World Cup Final 2025) রীতিমতো দাপট দেখাচ্ছে ভারত (India Women’s Cricket Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa Women’s Team) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৫ ওভারে ভারতের স্কোর ১৪৫/১। ওপেনিংয়ে ঝড়ো ইনিংস শেফালি বর্মা (Shafali Verma) ও স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ড (Laura Wolvaardt)। কিন্তু ভারতের দুই ওপেনার শুরু থেকেই প্রোটিয়া বোলারদের চাপে ফেলে দেন। মারিজান কাপ (Marizanne Kapp) ও আয়াবোঙ্গা খাকার (Ayabonga Khaka) প্রথম স্পেলেই একের পর এক বাউন্ডারিতে রান তুলতে থাকেন শেফালি ও মান্ধানা। তৃতীয় ওভারেই মান্ধানার পয়লা নম্বর চার, চতুর্থ ওভারে শেফালির ব্যাটে টানা দু’টি বাউন্ডারি। এরপর পঞ্চম ও ষষ্ঠ ওভারে দুই দিক থেকে আক্রমণ—মান্ধানার কভার ড্রাইভ ও শেফালির মিডউইকেট ফ্লিকে টিম পেরোয় ৫০! নবম ওভারে ইতিহাস গড়েন মান্ধানা। ভেঙে দেন মিতালি রাজের (Mithali Raj) রেকর্ড—একটি বিশ্বকাপে সর্বাধিক রান এখন তাঁর দখলে।
পাওয়ারপ্লে শেষে ভারতের স্কোর ৬৪/০। এরপরেও দাপট থামেনি। খাকা, দে ক্লার্ক (Nadine de Klerk) ও লাবার (Nonkululeko Mlaba) বিরুদ্ধে হাত খুলে খেলেছেন দুই ওপেনার। ১৫তম ওভারে শেফালির ব্যাট থেকে আসে ইনিংসের প্রথম ছয়—সোজা মিড-অফের উপর দিয়ে। ১৮তম ওভারে ১০০ রানের পার্টনারশিপ। সেই ওভারেই মান্ধানা আউট—চোল ট্রায়নের (Chloe Tryon) বলে উইকেটকিপার জাফতারের হাতে ধরা পড়েন তিনি, ৫৮ বলে ৪৫ রান তুলে!
কিন্তু উলটো প্রান্তে তখন দাপট বজায় শেফালির। একই ওভারে ৫০ পূর্ণ করেন মাত্র ৫৪ বলে—বিশ্বকাপ ফাইনালে তাঁর পঞ্চম অর্ধশতরান। জুলাই ২০২২–এর পর এই প্রথম ওয়ানডে-তে হাফসেঞ্চুরি। জুটি বাঁধেন সেমিফাইনালের নায়িকা জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)। শুরু থেকেই ধীরস্থির মেজাজে খেলে যাচ্ছেন। সিঙ্গল-ডাবলে রান তুলছেন দু’জনেই, প্রয়োজনমতো বাউন্ডারি মারছেন। ২৫তম ওভারে হালকা ক্র্যাম্পে থেমেছিলেন শেফালি, তবে চিকিৎসার পর আবার ব্যাটিংয়ে নামেন। সেই সময় ভারতের স্কোর ১৪৫/১।
এমন দাপুটে শুরুয়াত ফাইনালে ভারত কখনও পায়নি। ওপেনারদের মজবুত ভিত গড়ে দিয়েছে ম্যাচের গতি—সম্ভবত, চ্যাম্পিয়ন হওয়ার দিকেই এগোচ্ছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল!