সামনে এল শ্রেয়সের মেডিক্যাল আপডেট
শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) শারীরিক অবস্থা নিয়ে ক্রমশ স্বস্তির খবর আসছে। অস্ট্রেলিয়ার (Australia) হাসপাতালে চিকিৎসাধীন টিম ইন্ডিয়ার (India) সহ–অধিনায়ক এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ইতিমধ্যেই কথা বলছেন, হাসছেন, এমনকি হাসপাতালের নার্সদের সঙ্গে হালকা মজাও করছেন—এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া (Times of India)।
সিডনিতে (Sydney) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে গুরুতর আঘাত পান শ্রেয়স। অ্যালেক্স ক্যারির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে পড়ে যান। পরে বোর্ডের (BCCI) মেডিক্যাল টিম জানায়, শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। তবে এখন সেই আশঙ্কা সম্পূর্ণ কেটে গিয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানান, শ্রেয়সের শারীরিক উন্নতি চিকিৎসকদের প্রত্যাশার চেয়েও দ্রুত। তাঁর কথায়, ‘শ্রেয়স এখন অনেক ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, ওর রিকভারি (Recovery) গতি প্রত্যাশার ঊর্ধ্বে। সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে এমন আঘাত থেকে সেরে উঠতে, কিন্তু ওর ক্ষেত্রে হয়তো আরও তাড়াতাড়ি সম্ভব।’
সাইকিয়ার আরও বক্তব্য , শ্রেয়সের আঘাত অত্যন্ত গুরুতর ছিল। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বিপদ এড়ানো গেছে। বলেন, ‘ও এখন নিজের কাজ নিজেই করছে। হাঁটাচলা করছে, খাচ্ছে, কথা বলছে। তাই ওকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।’
কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, শ্রেয়সের অস্ত্রোপচার (Surgery) চলেছে। কিন্তু বিসিসিআই সেই খবর নাকচ করেছে। সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, সার্জারি নয়, অন্য একটি চিকিৎসা–প্রক্রিয়ার (Procedure) মাধ্যমে সমস্যার সমাধান মিলেছে। তাঁর বক্তব্য, ‘শ্রেয়সের অস্ত্রোপচার হয়নি। অন্য চিকিৎসা–পদ্ধতিতে কাজ করা হয়েছে। তাই ও এত দ্রুত সেরে উঠছে।’
টাইমস অব ইন্ডিয়া–র রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আপাতত হাসপাতালের কর্মীদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলছেন। এমনকি মজার ছলে নার্সদের সঙ্গে খুনসুটিতেও মেতেছেন! বোর্ড–সূত্রে খবর, টিম ইন্ডিয়ার চিকিৎসক ড. রিজওয়ান খান (Dr Rizwan Khan) সিডনিতে থেকে তাঁর চিকিৎসা দেখভাল করছেন এবং প্রতিদিন বোর্ডকে আপডেট পাঠাচ্ছেন। টি–২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বক্তব্য, ফোনে শ্রেয়সের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাঁর কথায়, ‘ও এখন ঠিক আছে। কথা বলছে, হাসছে। শুনে ভালো লাগছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে!’
সব মিলিয়ে বোর্ড আশাবাদী, এভাবে উন্নতি হলে খুব শিগগিরই শ্রেয়স আইয়ারকে হাসপাতাল থেকে ছাড়া হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন বিশ্রামই একমাত্র ওষুধ। নিয়ম মেনে চললে খুব দ্রুতই মাঠে ফিরবেন তিনি।