You will be redirected to an external website

ইতিহাস গড়েছেন শুভমন গিল, ভেঙেছেন রাহুল দ্রাবিড়ের ৬০০ রানের রেকর্ড

Shubman Gill creates history, breaks Rahul Dravid's record of 600 runs

শুভমন গিল

ইংল্যান্ডে ভারতের হয়ে টেস্ট সিরিজে সর্বাধিক রান করার রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে ইতিহাস রচনা করেছেন শুভমান গিল। ২০০২ সালে ভারতের ইংল্যান্ড সফরে, দ্রাবিড় ছয় ইনিংসে মোট ৬০২ রান করেছিলেন এবং রবিবার লর্ডসে চলতি তৃতীয় টেস্টের চতুর্থ দিনে গাল সেই রানের মাইলফলক অতিক্রম করেছিলেন।

রাহুল দ্রাবিড় - ৬০২ (২০০২)

বিরাট কোহলি - ৫৯৩ (২০১৮)

সুনীল গাভাস্কার - ৫৪২ (১৯৭৯)

রাহুল দ্রাবিড় - ৪৬১ (২০১১)

২৫ বছর বয়সী গিল, প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন, চলমান ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি এখন পর্যন্ত ৬ ইনিংসে ৬০৭ রান করেছেন। এখন, গিলের সামনে সুযোগ এসেছে বিরাট কোহলি এবং সুনীল গাভাস্কারের ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বাধিক রান করার রেকর্ড ভাঙার। তৃতীয় টেস্টের উভয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হওয়ার পর, লর্ডসে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের কাছ থেকে কিছু স্লেজিংয়ের মুখোমুখি হন ভারতের অধিনায়ক শুভমান গিল। 

 লর্ডস টেস্টের দিন গিলের দিকে লক্ষ্য রেখে ডাকেট তার সতীর্থদের উদ্দেশ্যে বলেন, "৬০০ রান এবং এই সিরিজের জন্য সে শেষ। এই লোকটির জন্য ৬০০ রানই যথেষ্ট।"

উল্লেখযোগ্যভাবে, ভারত যদি চলতী টেস্টের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাতে সক্ষম হয়, তাহলে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ী কপিল দেব, এমএস ধোনি এবং বিরাট কোহলির পর গিল চতুর্থ ভারতীয় অধিনায়ক হবেন।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

England announce Bashir's replacement, new left-arm spinner in the team Read Next

বশিরের বদলি ঘোষণা ইংল্য...