‘বিরাট’ রেকর্ডে ভাগ বসালেন শুভমান গিল
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (India vs West Indies Second Test) প্রথম ইনিংসে দুরন্ত শতক হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে কথা বলছে পাঞ্জাব পুত্তরের ব্যাট। গিল এর আগে ইংল্যান্ড সফরেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
রোহিত শর্মার অবসরের পর এই বছর ইংল্যান্ড সফরের ঠিক আগে শুভমান গিলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। গিল কেবল তাঁর অধিনায়কত্ব দিয়েই নয়, তাঁর ব্যাটিং দিয়েও সবাইকে মুগ্ধ করেছেন। গিলের নেতৃত্বে, ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে এবং এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
এই ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসাবে গিল পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছেন। এর ফলে গিল এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় হয়ে উঠলেন। এক্ষেত্রে তিনি ছুঁয়েছেন বিরাট কোহলিকে। বিরাট অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার বছরে দুবার পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কোহলি ২০১৭ এবং ২০১৮ সালে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন, সেই সময় তাঁর কাঁধেই ছিল অধিনায়কের দায়িত্ব।
অধিনায়ক হিসাবে গিল ১২ ইনিংসে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসাবে সবচেয়ে কম ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করার দিক থেকে গিলের চেয়ে এগিয়ে আছেন কেবল ইংল্যান্ডের অ্যালিস্টার কুক এবং সুনীল গাভাসকর। কুক ৯ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন, যেখানে গাভাসকর অধিনায়ক হিসেবে ১০ ইনিংসে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গিল ১৯৬ বলে ১৬টি চার এবং দুটি ছক্কার সাহায্যে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটিই হোম টেস্ট ম্যাচে তাঁর সর্বোচ্চ স্কোর। এর আগে, হোম টেস্টে গিলের সর্বোচ্চ স্কোর ছিল ২০২৩ সালে আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান।