You will be redirected to an external website

তিক্ততা ভুলে পরের সপ্তাহেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ! কী জানালেন ব্যাটারের দাদা?

Is Smriti Mandhana going to forget all the controversies, speculations, and bitterness? Is the relationship of 'Palriti' getting back together?

তিক্ততা ভুলে পরের সপ্তাহেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ

যাবতীয় বিতর্ক, জল্পনা, তিক্ততা ভুলতে চলেছেন স্মৃতি মন্ধানা? আবারও জোড়া লাগছে ‘পালরিতি’র সম্পর্ক? এমন খবরই ছড়াচ্ছে নেটদুনিয়ায়। আচমকাই শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিশ্বজয়ী ব্যাটার। এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন স্মৃতির দাদা শ্রবণ মন্ধানাও।

সবকিছু ঠিক থাকলে গত ২৩ নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের। কিন্তু ওইদিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায়, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তারপর সাংলি থেকে মুম্বইতে সরিয়ে আনা হয় পলাশকে। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাও শোনা যায়।

প্রায় চারদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান স্মৃতির বাবা এবং পলাশ দু’জনেই। কিন্তু পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি? যদিও পলাশের মা অমিতা জানিয়েছিলেন, তবে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে।

তারপরেই খবর ছড়ায়, আগামী ৭ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন স্মৃতি-পলাশ। মহারাষ্ট্রের সাংলি অর্থাৎ স্মৃতির দেশের বাড়িতেই ফের বিয়ের আসর বসবে বলে খবর ছড়ায়। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন স্মৃতির দাদা শ্রবণ। তিনি সাফ জানিয়েছেন, “কীভাবে এসব জল্পনা ছড়াচ্ছে, আমার কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে স্থগিত রয়েছে।” উল্লেখ্য, ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করে দিয়েছেন শ্রবণ। বিয়ের যাবতীয় পোস্ট মুছে দিয়েছেন স্মৃতিও।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...

The alternative title could have been 'Mercedes can't plow!' The one at the center of the analogy. Read Next

ফার্স্ট বয়দের বারবার টে...