বিয়ে ভাঙার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা
গত কয়েকদিনে ঝড় বয়ে গিয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ব্যক্তিগত জীবনে। গত ৭ ডিসেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় পলাশ মুচ্ছলের (Paalash Muchhal) সঙ্গে বিয়ে ভাঙার খবর (Smriti Mandhana wedding called off) জানান তিনি। যদিও কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি, তবে স্মৃতি এখন ব্যক্তিগত ধাক্কা সামলে আবার ক্রিকেটে মনোযোগ দিয়েছেন। বুধবার মুম্বই বিমানবন্দরে প্রথমবার দেখা গেল স্মৃতি মান্ধানাকে।
মুখে মাস্ক, কাঁধে ব্যাগ নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন তিনি। ক্যামেরায় ধরা পড়লেও তাদের এড়িয়ে সোজা উঠে যান গাড়িতে। সাংবাদিক বা ফটোগ্রাফারদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
গত ২৩ নভেম্বর পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। সাংলির বাড়িতে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদের সব অনুষ্ঠান ধুমধাম করে সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ বিয়ের দিন দুপুরে তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তখনই পরিবারের পক্ষ থেকে বিয়ে স্থগিত রাখার কথা জানানো হয়। এরপর পলাশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়।
গত সপ্তাহে স্মৃতি তাঁর ইনস্টাগ্রামে সাদা পোশাকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিন্তু ভক্তরা তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। স্মৃতির কণ্ঠস্বর ছিল বেশ ভাঙা। অনেকের দাবি, বিয়ে নিয়ে এত কাণ্ড ঘটে যাওয়ার ধকল তাঁর চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে।
সবচেয়ে বড় পরিবর্তনটি হল, স্মৃতির আঙুলটা খালি। যে আঙুলে পলাশ তাঁকে হীরের আংটি (Engagement Ring) পরিয়ে দিয়েছিলেন, সেখানে কোনও আংটি দেখা যায়নি। অনেকেরই ধারণা ছিল, এই ভিডিওর মাধ্যমেই স্মৃতি হয়তো তাঁর এবং পলাশের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে চেয়েছিলেন।
৭ ডিসেম্বর স্মৃতি পলাশের বিয়ের নতুন তারিখ নিয়ে জল্পনা চললেও তা খারিজ করে দেয় স্মৃতির দাদা। আর সেইদিনেই বিয়ে ভাঙার খবর সামনে আনেন তারকা ক্রিকেটার।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা বিবৃতিতে স্মৃতি লিখেছেন, "গত কয়েক সপ্তাহ ধরে মিডিয়ায় আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা ধরনের অজানা ও বিভ্রান্তির খবর ছড়িয়ে পড়েছে। এই কারণে আমার মনে হল, আমার নিজেরই সঠিক তথ্যটা প্রকাশ করা উচিত। আমার জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তবে, এই মুহূর্তে কোনও রাখঢাক না করেই বলতে চাই, যে বিয়ে বাতিল (Smriti Mandhana Wedding Called Off) করা হয়েছে।"
স্মৃতি ইতিমধ্যেই ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করেছেন। সোমবার তাঁর অনুশীলনের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অতীত ভুলে ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী তারকা। মনে করা হচ্ছে, এদিন নিজের পেশার কারণেই কোথাও গেছেন স্মৃতি।