You will be redirected to an external website

Smriti Mandhana: আঁধার শেষে আলো! আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্মৃতি মান্ধানা

Not a nightmare scenario, she is the world's number one batsman again. The Indian left-handed opener has regained the top spot in the ICC Women's ODI Player Rankings,

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্মৃতি মান্ধানা

কোনও দুঃস্বপ্নের রেশ টেনে নয়, আবার বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি (Smriti Mandhana)। আইসিসি মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে (ICC Women’s ODI Player Rankings) দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে (Laura Wolvaardt) টপকে শীর্ষস্থান ফিরে পেলেন ভারতের বাঁ-হাতি ওপেনার (Smriti Mandhana ICC Ranking)। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ হিসেবে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠেছেন স্মৃতি (Smriti Mandhana-Palash Muchhal)। যা নিছক পরিসংখ্যান নয়, বরং ধারাবাহিকতা আর ক্লাসের স্বীকৃতি।

কীভাবে টপ স্পটে?

এই সপ্তাহে স্মৃতির পয়েন্ট ৮১১-তেই স্থির। কিন্তু ধাক্কা খেয়েছেন উলভার্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচে ৩১ রান করার পর তাঁর রেটিং নেমেছে ৮১৪ থেকে ৮০৬-এ। ফলাফল—শীর্ষস্থান হাতছাড়া। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন স্মৃতি। রান না করেও টপে ফেরা—যা বলে দেয়, দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখা পারফরম্যান্সের দাম কীভাবে মিটিয়ে দেয় র‍্যাঙ্কিং সিস্টেম।

প্রোটিয়াদের সাফল্য

দক্ষিণ আফ্রিকা অবশ্য ময়দানে দলগত দাপট দেখিয়েছে। ইস্ট লন্ডনে আয়োজিত সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ২১০ রানের লক্ষ্য ৩৭ ওভারের মধ্যেই তুলে নেয় তারা। সেই জয়ে বড় ভূমিকা ছিল সুনে লুস (Sune Luus) ও মিয়ানে স্মিটের (Miane Smit)। দু’জনেই হাফ-সেঞ্চুরি করেন। তার পুরস্কারও মিলেছে র‍্যাঙ্কিংয়ে। সুনে লুস ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৩১ নম্বরে উঠেছেন।

লুসের উন্নতি এখানেই থামেনি। অলরাউন্ডারদের তালিকাতেও ১০ ধাপ লাফিয়ে তিনি উঠে এসেছেন ৩৩ নম্বরে। একই তালিকায় আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার ওর্লা প্রেন্ডারগাস্ট (Orla Prendergast) ও লরা ডেলানির (Laura Delany) উল্লেখযোগ্য উন্নতি। প্রেন্ডারগাস্ট এক ধাপ উঠে এখন দশ নম্বরে। ডেলানি তিন ধাপ এগিয়ে যৌথভাবে ১৬ নম্বরে।

বোলারদের তালিকাতেও আয়ারল্যান্ডের উপস্থিতি চোখে পড়ার মতো। ম্যাচে ১ উইকেটে ৩৪ রান নেওয়ার সুবাদে প্রেন্ডারগাস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ এগিয়ে ৩৪ নম্বরে। তাঁর সঙ্গে উন্নতি হয়েছে আর্লিন কেলি (Arlene Kelly), কারা মারে (Cara Murray) এবং লরা ডেলানিরও। তিনজনই কয়েক ধাপ করে এগিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পেসার তুমি সেখুখুনে (Tumi Sekhukhune) আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ লাফিয়ে উঠেছেন। এখন তিনি ওয়ানডে বোলারদের তালিকায় ৭৮ নম্বরে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Explosive report in Bengaluru incident! Tribunal's preliminary report clearly shows Kohli's RCB responsible for the deaths of 11 people Read Previous

বেঙ্গালুরু কাণ্ডে বিস্ফ...