রোহিত শর্মার নেতৃত্ব চলে যাওয়ার প্রসঙ্গেও মুখ খুললেন মহারাজ
রোহিত-বিরাটের অবসর জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের দাদা। সম্প্রতি ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে বিদায় নিয়েছেন বিরাট-রোহিত। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের ভাবনায় আদৌ তাঁরা রয়েছেন কি না, এই নিয়ে প্রশ্ন। অনেকেই বলছেন, অস্ট্রেলিয়াতে ওডিআই সিরিজ খেলে এই ফর্ম্যাটকেও বিদায় জানাতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে হলে, শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের উপর নির্ভর করলে চলবে না বিরাট-রোহিতের, এমনটাই মনে করেন সৌরভ। পরামর্শ দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটেও খেলতে হবে। পাশাপাশি ফিটনেস ধরে রাখার পরামর্শও দিলেন মহারাজ। শুভমন গিলকে ওয়ান ডে-তে অধিনায়ক করার বিষয়েও ইতিবাচক দিক দেখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শহরের এক অনুষ্ঠানে উপস্থিত রোহিত শর্মার নেতৃত্ব চলে যাওয়ার প্রসঙ্গেও মুখ খুললেন মহারাজ।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ। এই সিরিজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারতের প্রস্তুতি। টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অবসরের পর নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল শুভমন গিলকে। ওডিআই বিশ্বকাপের জন্যও তাঁকেই ক্যাপ্টেন ভাবা হচ্ছে। রোহিতকে সরিয়ে শুভমনকে ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াতে নতুন শুরু হতে চলেছে শুভমনের নেতৃত্বে। বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি শুভমনকে নিয়েও কথা বললেন দেশের কিংবদন্তি ক্রিকেটার।
এ দিন একটি অনুষ্ঠানে রোহিত-বিরাট প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি নিশ্চিত, রোহিতের সঙ্গে কথা বলা হয়েছে। এরপরই এমন সিদ্ধান্ত বলেই মনে করছি। রোহিত অনবদ্য লিডার। ওর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।’ শুভমন গিলকে ওডিআই ক্যাপ্টেন্সি দেওয়া প্রসঙ্গে সৌরভ যোগ করেন, ‘শুভমন গিলেরও বয়স হলে এমন পরিস্থিতির সামনে পড়তে হবে। প্রত্যেক প্লেয়ারকেই একটা সময় জায়গা ছাড়তে হয়। সুতরাং, শুভমনকে এখন ক্যাপ্টেন করাটা খারাপ সিদ্ধান্ত নয় বলেই মনে করি। ইংল্যান্ড সফরে ভালো পারফর্ম করেছে। আমার মতে, সঠিক সিদ্ধান্ত। রোহিত নিজে খেলার পাশাপাশি শুভমনকে ক্যাপ্টেন হিসেবে তৈরি করে দিতে পারবে।’ নতুন দায়িত্বর জন্য তরুণ ক্যাপ্টেন শুভমন গিলকে শুভেচ্ছাও জানান সৌরভ।