জসপ্রীত বুমরাহ
রাত পোহালেই ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই দিনের টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবে কি না তা নিয়ে বিস্তর জল্পনা ছিল সকলের মধ্যে। সেই আবহেই সাংবাদ মাধ্যমের সামনে এসে অধিনায়ক গিলও স্পষ্ট করলেন না বুমরাহের উপস্থিতি নিয়ে।
দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক গিল জানালেন, সঠিক ভাবে বোলিং-এর জন্য প্রস্তুত টিম ইণ্ডিয়া। তবে বুমরাহ থাকবেন বলে জানিয়েছেন অধিনায়ক। সেই সঙ্গে প্রথম একাদশে কারা থাকবেন, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি শুভমন। বুমরাহ খেলবেন কি না, তা-ও সরাসরি বলেননি। অর্থাৎ এজবাস্টন টেস্ট শুরুর আগের দিনও জিইয়ে রাখলেন জল্পনা।
শরীরে চোটের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা ইংল্যান্ডে বুমরাহকে পাঁচটি টেস্ট না খেলানোর পরামর্শ দিয়েছেন। বুমরাহকে বেশি চাপ দেওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন তাঁরা। দল নির্বাচনের সময়ই জানা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলতে পারেন বুমরাহ। তাই দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে জল্পনা চলছেই।
প্রথম টেস্টে কার্যত একার বোলিং-এ ৫ উইকেট নিয়েছিলেন বুমরাহ। তবুও হারতে হয়েছে টিম ইণ্ডিয়াকে। দ্বিতীয় টেস্টে এই বোলারের উস্থিতি জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত।