আজ অনুশীলনে নামলেন স্মৃতি!
বিয়ে ভেঙে যাওয়ার ঘোষণা করলেন গতকাল, রবিবার। ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই অনুশীলনে ব্যাট হাতে নেটে ফিরলেন স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত বিপর্যয়কে আড়ালে রেখে ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়কের এহেন সাহসি প্রত্যাবর্তন ক্রিকেটদুনিয়ায় প্রশংসার ঢেউ তুলেছে।
রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে স্মৃতি স্পষ্ট লেখেন—‘বিয়েটা ভেঙে গিয়েছে!’ ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধের পিঠোপিঠি এবার বুঝিয়ে দিলেন, দেশের জার্সিই তাঁর প্রথম অগ্রাধিকার। ঠিক পরদিনই ভাই শ্রবণ মন্ধানা ইনস্টাগ্রামে শেয়ার করেন স্মৃতির নেট সেশনের একটি ছবি—ট্রেনিং জার্সি পরে থ্রোডাউন খেলছেন তিনি। সঙ্গে হার্ট ইমোজি। মুহূর্তে ছড়িয়ে পড়ে ছবি। সামাজিক মাধ্যম জানায় সমাদর। একযোগে সবার বক্তব্য—এটাই চ্যাম্পিয়নের মানসিকতা!
২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত–শ্রীলঙ্কা মহিলা টি-২০ সিরিজ। বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরমে টানা পাঁচ ম্যাচ। বিশ্বকাপজয়ী হরমন বাহিনী আরম্ভ করতে চলেছে নতুন মরশুমের প্রস্তুতি। প্রত্যাশিতভাবে স্মৃতিও ফিরছেন দলে।
বিয়ে বাতিলের সাতকাহন:
২৩ নভেম্বর বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু সকালেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। সেই কারণে অনুষ্ঠান স্থগিত রাখা হয়। পরে শোনা যায়, অসুস্থ পালাশ মুচ্ছল। তাঁকেও নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তখনও অনেকে ধারণা—দুজন সুস্থ হলে নতুন দিনক্ষণ ঠিক হবে।
কিন্তু সপ্তাহ গড়ালেও নতুন কোনও তারিখ আসেনি। বরং, স্মৃতি-পলাশ সোশ্যাল মিডিয়া থেকে প্রাক-বিবাহের ছবি–ভিডিও সরাতে শুরু করেন। ক্রমে একে–অপরকে ‘আনফলো’। রবিবার স্মৃতি পোস্ট করেন—‘বিয়ে বাতিল’। ঠিক সেই দিন পালাশও আলাদা বিবৃতি দেন—বিচ্ছেদের সিদ্ধান্ত ‘অত্যন্ত কঠিন’। কিন্তু তিনি ‘মুভ অন’ করছেন। সম্পর্ক নিয়ে ছড়ানো নানা গুজবকে ‘অবাস্তব’ বলেও সতর্ক করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন—তৃতীয় কোনও ব্যক্তি নাকি জড়িয়ে ছিলেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউই। পালাশ অফিসিয়াল বিবৃতিতে সেই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।
কঠিন সময়ে স্মৃতির পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। জেমিমা রদ্রিগেজ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ থেকেও নাম তুলেছেন। এই আবহে ব্যক্তিগত সিদ্ধান্তে প্রবল আলোচনার ঝড় উঠলেও স্মৃতির মাঠে ফিরে আসায় স্পষ্ট বার্তা—ঝড় সামলে তিনি ফের ক্রিকেটেই মন দিতে চান।