কোহলির রেস্তরাঁয় যেতে চান?
ক্রিকেট মাঠে আগেই রাজ করেছেন। এখন সেই রাজত্ব ছড়াতে চান ব্যবসার মঞ্চে। কিন্তু গুণমান নয়, বিরাট কোহলির (Virat Kohli) রেস্তরাঁ আলোচনার কেন্দ্রে স্রেফ খাবারের দামে!
মুম্বইয়ের (Mumbai) জুহুতে (Juhu) কোহলির বিলাসবহুল রেস্তরাঁ ‘ওয়ান৮ কমিউন’ (One8 Commune)। একসময় এই জায়গাতেই ছিল কিংবদন্তি কিশোর কুমারের (Kishore Kumar) বাংলো ‘গৌরী কুঞ্জ’। ২০২২ সালে তাকেই সংস্কার করে রেস্তরাঁ বানান কোহলি। কাঁচের ছাদ, আধুনিক আর্কিটেকচার আর সমুদ্রের উদাসী হাওয়া—সব মিলিয়ে সেলেব-হটস্পট!
কিছুদিন আগে কোহলি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি এমন জায়গা পছন্দ করি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কিচেন খোলা থাকে। এখানে ইভেন্টও হয়। ইন্টেরিয়রটা ইচ্ছে করেই ক্যাজুয়াল রাখা, যাতে একদম নির্ভার লাগে!’
যদিও এই ‘চিল আউট’ ভাইবের দাম কিছুটা বেশি বলেই মনে করছে সোশ্যাল মিডিয়ার বড় অংশ। সমাজমাধ্যমে এখন ঝড় তুলেছে রেস্তরাঁর মেনুকার্ড। খাবারের তালিকা অনুযায়ী, এক প্লেট লখনউ দম ল্যাম্ব বিরিয়ানি (Lucknowi Dum Lamb Biryani) খেতে খরচ পড়বে ৯৭৮ টাকা। চিকেন চেট্টিনাড (Chicken Chettinad) ৮৭৮ টাকা। সবচেয়ে সাধারণ খাবারগুলোর দামও চোখ কপালে তোলার মতো—একটা তন্দুরি রুটি বা বেবি নান ১১৮ টাকা আর সলটেড ফ্রাইস (Salted Fries) ৩৪৮ টাকা! তবে তালিকার সবচেয়ে দামী আইটেম ল্যাম্ব শ্যাঙ্ক (Lamb Shank)—এক প্লেটের দাম ২,৩১৮ টাকা!
রেস্তরাঁয় পরিবেশিত খাবার দামী হলেও পরিবেশ বেশ জনপ্রিয়। কাচঘেরা ছাদের নিচে কোহলির রেস্তরাঁয় বসে খাওয়া মানেই সেলিব্রিটি–স্টাইল এক্সপেরিয়েন্স। তবে খেতে যাওয়ার আগে একবার মেনুকার্ড ঝালিয়ে নিলে ভাল—নইলে বিল আসার সময় ভিরমি খাওয়ার ষোলো আনা সম্ভাবনা!