বিশ্বজয়ী হরমনদের আর কী কী বার্তা দিলেন মোদী?
বিশ্বকাপ জয়ের পর বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)। ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)–সহ টিমের সব সদস্য। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কথোপকথনের পর দিলেন স্পষ্ট বার্তা—‘তোমরাই দেশের অনুপ্রেরণা। এবার তোমাদের পালা পরের প্রজন্মকে প্রাণিত করার!’
নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৫২ রানে হারিয়ে প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women’s World Cup) জেতে ভারত। সেই ঐতিহাসিক জয়ের তিন দিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় দল। সৌজন্যসাক্ষাৎেই উঠে আসে অনুপ্রেরণার প্রসঙ্গ, দায়িত্বের কথা আর ‘ফিট ইন্ডিয়া’ (Fit India) প্রচারে অংশ নেওয়ার আবেদনও।
মোদী বলেন, ‘একদিন তোমরা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করো। ওরা প্রশ্ন করবে, কথা বলবে। তোমাদের একটাই উত্তর ওদের সারাজীবনের স্মৃতি। সব স্কুলে যেতে হবে না, যেগুলোয় তোমরা পড়েছো, সেখানেই যাও। বছরে তিনটে স্কুল বেছে নাও—তিনদিন সময় দাও। এতে শুধু ওরা নয়, তোমরাও অনুপ্রাণিত হবে।’
পাশাপাশি প্রধানমন্ত্রী জুড়ে দেন, ‘দেশের মেয়েরা তোমাদের দিকে তাকিয়ে। তাই দায়িত্ব আরও বড়। স্থূলতা (Obesity) এখন বড় সমস্যা হয়ে উঠছে। তেলের ব্যবহার অন্তত ১০ শতাংশ কমাও। তোমরা বললে মানুষ সেটা শুনবে—বিশেষ করে দেশের মেয়েরা।’
দলের পক্ষ থেকে মোদীকে ধন্যবাদ জানান সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি বলেন, ‘আপনার কথা আমাদের অনুপ্রেরণা দেবে। সুযোগ পেলে আমরা অবশ্যই এই বার্তা ছড়িয়ে দেব।’
অন্যদিকে স্মৃতির কথায়, এই জয়ের লক্ষ্য ছিল শুধু ট্রফি নয়, দেশের মেয়েদের খেলাধুলার দুনিয়ায় বিপ্লব ঘটানো। বলেন, ‘আমরা ফাইনালের আগেই ঠিক করেছিলাম—এই জয় শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় লিখবে। মেয়েদের খেলা নিয়ে যে ধারণা ছিল, সেটা এবার বদলাবে।’