এবার রাতারাতি বদলাতে চলেছে বাংলার আবহাওয়া
মেঘ যেন কাটছেই না। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে মুখ ভার আকাশের। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশাতে। ফলে আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গ সাম্প্রতিককালে ভারী বর্ষণের সম্মুখীন হলেও আপাতত আর বৃষ্টির সতর্কতা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে উত্তরের ৮ জেলার কোনও কোনও অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে শনিবার পর্যন্ত। তবে তা খুবই সামান্য।
এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। এরইমধ্যে কখনও কখনও রোদের দেখা মিললেও বেশিরভাগ সময় আকাশ মেঘলাই থাকবে। তবে শনিবার পর থেকে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যাবে বাতাস থেকে। ধীরে ধীরে শুষ্ক হবে বাতাস। এদিন রাতের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে তা হলেও বিক্ষিপ্তভাবে।
শুক্রবার থেকে কোথায় কোথায় বৃষ্টি?
হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবারও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসেরও দেখা মিলতে পারে। শনিবার আবার তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।
শনিবার থেকেই শুষ্ক বাতাসের দেখা মিলবে বিহার, ঝাড়খণ্ডেও। বেশ কিছু অংশ থেকেই বর্ষা বিদায়ের পালা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমে যাবে। তারপর থেকেই অনেকটাই হাওয়া বদলের ছবি দেখা যাবে। হাওয়া বদলের ছবি দেখা যাবে বাংলাতেও।