You will be redirected to an external website

‘আমার শেষ ছবি…’, কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত শাহরুখের, কী সেই ইচ্ছে?

A big decision about his career by Shah Rukh, what is that desire?

কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত শাহরুখের, কী সেই ইচ্ছে?

শাহরুখ খান, একটা সময় একের পর এক ফ্লপ ছবি দর্শক দরবারে মুক্তি পেতে দেখা গিয়েছিল। একশ্রেণি তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে– শাহরুখ খানের এবার ছবির জগত থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। কেউ আবার বলেছিলেন– তাঁর উচিত অবসর নেওয়া। কিন্তু বাস্তবে তেমনটা করেননি কিং খান। পরিবার ও নিজেকে বেশ কিছুটা সময় দিয়েছিলেন তিনি। তারপর যেভাবে তিনি ক্যামব্যাক করেছিলেন পর্দায়, তা এক কথায় বলতে গেলে সকলকে চমকে দিয়েছিল। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল শাহরুখের কামব্যাকের প্রথম ছবি ‘পাঠান’-এর বক্স অফিস রিপোর্ট। তারপর ‘জওয়ান’-‘ডানকি’, পর্দায় ঝড় তুলেছে।

তবে এবার কি তিনি কেরিয়ারে ইতি টানতে চলেছেন? শাহরুখ খান কি তাঁর বলিউড কেরিয়ার শেষ করতে চলেছেন? কিং কি তাঁর শেষ ছবি? বিশ্ব সরকার সামিট ২০২৪ আয়োজিত হয়েছিল দুবাইতে। সেখানেই শাহরুখ খান এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন তিনি নিজের শেষ ছবির বিষয় ভীষণ সচেতন। অনেক পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমি চাই আমার শেষ ছবি বিশ্বের সকলে যেন দেখেন’। সকলের মধ্যে জনপ্রিয় হয়ে যায় সেই ছবি। ফলে তা নিয়ে শাহরুখের বহু প্ল্যান রয়েছে। ৩০ থেকে ৩৫ বছরের কেরিয়ারে শাহরুখ খান চান শেষ ছবিটা তাঁর সব থেকে বেশি স্পেশ্যাল যেন হয়ে ওঠে। তিনি সেই শো থেকে সকলের উদ্দেশে জানিয়েছিলেন, সকলেই যেন উর্দূ ভাষা শিখে নেন সেই ছবি মুক্তির আগে।

তবে শেষ ছবির প্ল্যানিং নিয়ে কিং খান কথা বলায় উদ্বেগ বেড়েছিল অনুরাগীদের মনে। শাহরুখ খান কি তবে এবার কেরিয়ার শেষ করতে চলেছেন? উঠেছিল প্রশ্ন। যদিও সেই প্রসঙ্গে কিং কিছুই বলেননি, যে ঠিক কবে তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন, তা স্পষ্ট নয়। তবে একটা সময় ছিল যখন রীতিমত মানসিক অবসাদে ভুগেছিলেন শাহরুখ খান। শুটিং সেটে হাতে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন ছিলেন ক্যামেরা থেকে দূরে। শোনা যায় তখন শাহরুখকে মানসিক অবসাদ গ্রাস করে। তিনি নাকি ভয় পেতেন কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। ভয় পেতেন তাঁকে নাকি কেউ চিন্তেই পারবেন না। যদিও তেমনটা হয়নি। ৬০-এর দরজায় এসেও তিনিই কিং।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Sonakshi hit the groom in front of everyone at the airport, and got angry and yelled as well. Read Next

এয়ারপোর্টে সকলের সামনে ...