You will be redirected to an external website

'ডিয়ার মা' ছবির ট্রেলার দেখে অভিভূত অমিতাভ বচ্চন,নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জয়াকে

Amitabh Bachchan is impressed by the trailer of 'Dear Maa', posts on his social media to wish Jaya

'ডিয়ার মা' ছবির পোস্টার

পৃথিবীতে মা এবং সন্তানের সম্পর্কের বিশ্লেষণ যেন কোনো বিশেষণের দ্বারাই করা সম্ভব নয়। সেই বন্ধনের এক অন্যরকম গল্প নিয়ে নিয়ে আসছে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ছবি ‘ডিয়ার মা’। এই ছবি ঘিরে রয়েছে অনেকটা আবেগ, ভালোবাসা ও আরও অনেক কিছু যা এককথায় বর্ণনা করা অসম্ভব। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এই ছবি। এইমুহূর্তে চলছে জোরকদমে ছবির প্রচার। সেই সঙ্গে সম্প্রতী মুক্তি পেয়েছে ছবির এই ট্রেলার। আর দেখেই আপ্লুত বিগ বি।

ছবিতে রয়েছেন তাবড় শিল্পীরা। মুখ্য চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী জয়া হাসান,চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। মা ও সন্তানের সম্পর্ক, আত্মার টান, নানা টানাপোড়েন কঠিন বাস্তবের সম্মুখীন হওয়া, সন্তানকে আগলে রাখা সবটাই ফুটে উথেছে এই ছবির ট্রেলারে। শুরু থেকে শেষ অবধি পর্দায় সন্তানকে ঘিরে জয়ার উৎকণ্ঠা ফুটে উঠেছে পুরোদস্তুর ছবির ট্রেলারে। জয়ার অভিনয়ের কয়েক ঝলক দেখে রীতিমতো প্রশংসা করেছেন দর্শক। মন জয় করেছেন এই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও ট্রেলারের ঝলকে।

ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে শাহেনশা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে। পোস্টে তিনি লিখেছেন, ‘টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল’। শুধু পরিচালকই নয় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর শুভকামনা জানিয়েছেন। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাক নামে সম্বোধন করেই এদিন এই পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Pritam's first Bengali web series, Tota! There are more surprises... Read Next

প্রীতমের প্রথম বাংলা ওয়...