You will be redirected to an external website

প্রেমের খবর রটেছে আগেই, ভ্যালেন্টাইন্স ডে-তেই বিয়ে করছেন ধনুষ-ম্রুণাল?

Mrunal Thakur and Dhanush's relationship has been the talk of the town for quite some time now. Rumors of the South superstar and Bollywood's popular heroine dating are increasing day by day.

প্রেমের খবর রটেছে আগেই

টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই জোর চর্চায় ম্রুণাল ঠাকুর ও ধনুষের সম্পর্ক। দক্ষিণী সুপারস্টার ও বলিউডের জনপ্রিয় নায়িকার প্রেমের গুঞ্জন ক্রমেই ঘনাচ্ছে। সমাজমাধ্যমে ঘুরে বেড়ানো একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সেই জল্পনায় বাড়তি রসদ জুগিয়েছে। যদিও এতদিন পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।

তবে সাম্প্রতিক বিটাউন গুঞ্জন বলছে, সম্পর্ক নাকি আর গোপন নেই। ধনুষ ও ম্রুণালের সম্পর্ক নাকি এখন বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। এমনকী, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি বিয়ের দিন ঠিক হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে। প্রেমের দিনের সঙ্গে বিয়ের সম্ভাব্য তারিখ মিলিয়ে যাওয়ায় অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

বলিপাড়ার খবর অনুযায়ী, যদি বিয়ে হয়, তবে তা হবে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে। বড়সড় আয়োজন, তারকাখচিত রিসেপশন বা মিডিয়ার উপস্থিতি—কিছুই নাকি রাখা হচ্ছে না। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি অনুষ্ঠান সারতে চান ধনুষ ও ম্রুণাল। ইদানীং তারকাদের মধ্যে ব্যক্তিগত জীবন গোপন রাখার প্রবণতা বেড়েছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।

ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বহুবার আলোচনায় এসেছে। রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয় অভিনেতার। সেই সময়ের পর তিনি মূলত নিজের কাজেই মন দিয়েছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও বরাবরই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করেন। অভিনয় দক্ষতা ও একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তাই হঠাৎ করে তাঁর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

তবে এই সমস্ত জল্পনার মাঝেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এর আগেই এক সাক্ষাৎকারে ধনুষের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ম্রুণাল। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, ধনুষ তাঁর খুব ভালো বন্ধু মাত্র। প্রেম বা বিয়ের গুঞ্জনকে তখন তিনি ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন। এখনও পর্যন্ত ধনুষ বা ম্রুণাল কারও তরফেই বিয়ে নিয়ে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...