You will be redirected to an external website

ড্রেস তো না, যেন আস্ত ম্যানিকুইন! উরফির নতুন পোশাক দেখে হাসি থামছে না কারও

It's not a dress, it looks like a whole mannequin!

ড্রেস তো না, যেন আস্ত ম্যানিকুইন!

ফ্যাশনের দুনিয়ায় সাহসী এবং ব্যতিক্রমী পদক্ষেপ মানেই উরফি জাভেদ। আর এবার তিনি আলোচনায় এক অভিনব ‘চার হাতের’ কালো পোশাক পরে। ম্যানেকুইনের মতো প্লাস্টিক ধাঁচের পোশাকে দু’টি বাড়তি হাত—একটিতে ধরা গোলাপের তোড়া! দেখেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে চমক ও প্রশংসার ঝড়।

সম্প্রতি এই কালো পোশাকে উরফি ধরা দিলেন ক্যামেরার সামনে। ফিগার-হাগিং পোশাকটি তাঁর শরীরের সঙ্গে মিশে গিয়েছে যেন, নজর কেড়েছে তাঁর লাল ঠোঁট ও ঝকঝকে হাই হিল। সাধারণ সাজে কেবল পনিটেল আর হালকা মেকআপ, তবে পুরো লুকেই অভিনব ডিজাইন।

জানা গেছে, এই পোশাক ডিজাইন করেছেন অ্যামাজন প্রাইম ভিডিওর রিয়্যালিটি শো ‘The Traitors’-এর বিজেতা। দর্শকদের চোখে পড়েছে পোশাকে থাকা বাড়তি দুই হাত, যা নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে উরফির এই নতুন লুক। একজন লিখেছেন, “তাঁর ক্রিয়েটিভ টিম অসাধারণ, আর উরফি তাঁদের দারুণভাবে উপস্থাপন করেন।” আর এক জন মজা করে মন্তব্য করেছেন, “একটা কথা বলতে হবে, উরফির পোশাক সব সময় আলাদা রকমের হয়!”

উরফি এর আগেও বহুবার বিভিন্ন ‘ডিজাইন এক্সপেরিমেন্ট’-এ চমক দিয়েছেন। কিছুদিন আগেই তাঁর ‘স্পাইরাল ট্রান্সফরমেশন’-এর পোশাক ভাইরাল হয়েছিল। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় কেরিয়ার শুরু করেন উরফি জাভেদ। এরপর ‘Bigg Boss OTT’ এবং ‘The Traitors’ জিতে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘Follow Kar Lo Yaar’-এর মতো শোতেও।

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

A big decision about his career by Shah Rukh, what is that desire? Read Next

‘আমার শেষ ছবি…’, কেরিয়ার ...