You will be redirected to an external website

'বাচ্চাকে মারধর করা খুব দরকার, কথা না শুনলে চড় মেরে দিন', জয়ার কথায় তুমুল বিতর্ক নেটপাড়ায়

It is well known that veteran Bollywood actress Jaya Bachchan is a very disciplined person and that her son Abhishek Bachchan

জয়ার কথায় তুমুল বিতর্ক নেটপাড়ায়

বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) যে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চন-নন্দা ছোটবেলায় তাঁর কড়া শাসন মেনে চলতেন, তা সবারই জানা। তবে তিনি জানিয়েছেন, পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনের ক্ষেত্রে তিনি কখনও সেটা প্রয়োগ করেননি। সম্প্রতি এক নতুন সাক্ষাৎকারে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলার ভূমিকা এবং নিজের অভিভাবকত্ব নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলেছেন।

জয়া বচ্চন বলেছেন, তাঁর স্বামী অমিতাভ বচ্চনের যে গুণটি তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো তাঁর নিয়ম মেনে চলার অভ্যাস বা শৃঙ্খলাপরায়ণতা। জয়া বলেন, "ওঁর (অমিতাভ বচ্চন) মধ্যে সবচেয়ে ভাল লাগে যে, ও সব কিছুই খুব নিয়ম মেনে করে।"

নিজের কঠোর অভিভাবকত্বের প্রসঙ্গ টেনে তিনি আরও জানান, "আমি সত্যিই খুব কঠোর মা ছিলাম।" সন্তানরা ছোটবেলায় তাঁকে ভয় পেত কি না—এই প্রশ্নের জবাবে জয়ার সহজ উত্তর ছিল, "অবশ্যই।" তবে তিনি মনে করেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য কখনও কখনও কঠোরতা দরকার।

বলেন, "যদিও আজকের প্রজন্মে এ কথা বলা হয়তো ঠিক মানাবে না, কিন্তু কখনও কখনও ছোটরা সীমা ছাড়ালে একচোট বকাঝকা বা একটা চড়ও দরকার হয়। এতে তারা বুঝতে পারে—ভুল করেছি, তাই শাস্তি পেয়েছি। তবে অতিরিক্ত কিছুরই আমি পক্ষপাতী নই।"

তিনি আরও বলেন, শিশুদের সব কিছু শিখিয়ে দিতে হয়। জনসমাগমে যখন তিনি বাচ্চাদের খারাপ আচরণ দেখেন, তখন তাঁর খুব ইচ্ছা করে সেখানে গিয়ে বলেন, "এদিকে এসো, ঠিকমতো বসো, এমন আচরণ করা যায় না।"

জয়া বচ্চনের এই মন্তব্যের পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন অনুরাগী মন্তব্য করেন, "ওঁদের প্রজন্মটাই সবচেয়ে সুন্দর করে সন্তান বড় করেছে। মানুষ এখন আর জানে না কীভাবে সম্মান দিতে হয়।" আরেকজন নেটিজেন জয়াকে সমর্থন করে লেখেন, "ওঁর সঙ্গে আমি সহমত। বাচ্চারা ঠিক-ভুল বোঝে না। ওদের শেখাতে হয়।"

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...