You will be redirected to an external website

'কর্পূর' ছবিতে কুণাল ঘোষের চরিত্রে স্পষ্ট দুঁদে বাম নেতার ছাপ, কটাক্ষ উড়িয়ে সমহিমায় তৃণমূল মুখপাত্র

Trinamool spokesperson takes a jibe at Kunal Ghosh's character in the film 'Karpur', saying that the character is clearly a leftist leader

'কর্পূর' ছবিতে কুণাল ঘোষ

সত্য ঘটনা অবলম্বনে অরিন্দম শীলের নতুন ছবি 'কর্পূর'। সেই ছবিতেই দেখা দেখা যাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে। কিন্তু এই ছবিতে এক দুঁদে বাম নেতার  চরিত্রে দেখা যাবে তাঁকে। আর তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

১৯৯৭ সালে ঘটে যাওয়া একটি ঘটনার উপর নির্ভর করেই পরিচালক অরিন্দম শীলের আগামী ছবি কর্পূর। যদিও পরিচালকের দাবি সত্য ঘটনা অবলম্বনে হলেও ছবির সমস্ত চরিত্র আদ্যোপান্ত কাল্পনিক। সেখানেই শঙ্কর মল্লিকের চরিত্রে দেখা যাবে  কুণাল ঘোষকে। তাংর চরিত্রের সাজসজ্জায় স্পষ্ট বাম আমলের নেতা অনিল বিশ্বাস। যদিও এই কথা মানতে নারাজ অভিনেতা কুনাল ঘোষ। 

এই চরিত্রেরপ সাজসজ্জায় দেখা যাচ্ছে মাথায় ঘন কালো চুল। পাটে পাটে আঁচড়ানো। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। বুকপকেটে রাখা কলম। যা থেকে স্পষ্ট বাম নেতার চেহারা। তবে বাম নেতার চরিত্রের অুকরণ মানতে নারাজা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তার দাবি, কোথাও কারও সঙ্গে কোনো মিল পেলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। পাশাপাশি তিনি বলেন যে চরিত্র তিনি পেয়েছেন তা যথাযথ ভাবে পর্দায় যেন ফুটে ওঠে, সেই প্রচেষ্টাই চালাচ্ছেন তিনি। 

অভিনয়জগৎ নিয়ে যে তাঁর বাড়তি আগ্রহ রয়েছে সেই আভাস পাওয়া যায় কুণালের সমাজমাধ্যমের বিভিন্ন লেখায়। অনেক সময় প্রকাশ্যে অভিনেতা-অভিনেত্রীদের আক্রমণও করেছেন তিনি। তবে অভিনেতা তথা নেতা কুণাল বিতর্কে বিন্দুমাত্র বিরক্ত নন। উল্টে তিনি বললেন, ‘‘বিতর্ক আমি উপভোগ করি। তা আমার কাছে বিরাট বিনোদন। যাঁরা গঠনমূলক সমালোচনা করেন তাঁদের দ্বারা আমি সমৃদ্ধ হই। আমায় দেখলে অনেকেই আবার জ্বলে! সেটা আমি খুব উপভোগ করি।’’

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

The world's most terrifying and mysterious film 'Antrum' Read Next

বিশ্বের সবচেয়ে ভয়ানক ও র...