মধুমিতার বিয়ে! কোন তারিখে বসছেন পিঁড়িতে
টলিউডের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট ঘিরে তাঁর নাম জড়িয়ে উঠেছে বিশাল এক গুঞ্জনে—ডিসেম্বরের ৫ তারিখে বিয়ে এবং ৭ তারিখে ‘বৌভাত’! চারদিকে কানাঘুষো, পোস্ট শেয়ার, শুভেচ্ছা—যেন সত্যি সত্যিই পিঁড়িতে বসে পড়ছেন অভিনেত্রী!
এই ‘ভুল’ খবরের মাঝেই নিজেই বললেন, “হ্যাঁ, বিয়ে করছি ঠিকই। তবে এখনই তারিখ জানাতে চাইছি না।” ব্যস! এতেই যেন ভক্তদের কৌতূহলের পারদ চড়ে আরও অনেকখানি।
গত বছরের দুর্গাপুজোয় প্রথম প্রকাশ্যে আসে মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তীর সম্পর্ক। দেবমাল্য কিন্তু গ্ল্যামার দুনিয়ার কেউ নন, পেশায় তিনি আইটি ইঞ্জিনিয়ার। দুই ভিন্ন জগতের মানুষ, কিন্তু ভালোবাসা তো সব সীমার ঊর্ধ্বে।
প্রেম যেমন আছে, তেমনই আছে টুকটাক ঝগড়া—যা একবার নিজেই বলেছেন মধুমিতা, “এই পাঁচ মাসে জীবন অনেক বদলেছে। প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, কিন্তু আমি চাই না সেটা কখনও থেমে যাক।” ভালোবাসার এই খুনসুটি যে সম্পর্ককে আরও গভীর করে, তা-ই যেন বোঝাতে চাইলেন তিনি।জানা গিয়েছে, মধুমিতা ও দেবমাল্য ইতিমধ্যেই বিয়ে নিয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। দু’জনেরই প্রিয় ঋতু শীতকাল, ফলে এই সময়টাকেই ঘিরেই ঘনাচ্ছে জল্পনা। তবে ঠিক কোন শীতের দিনে সাত পাকে বাঁধা পড়বেন, তা এখনও তাঁরা গোপনই রেখেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ধারাবাহিক ‘সবিনয় নিবেদন’এর সময় অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। ২০১৯-এ সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর দীর্ঘ ছয় বছর একাই ছিলেন তিনি। এবার ফের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী।
গুঞ্জনের হাওয়ায় কখনও কখনও কিছু খবর ঠিক হয় না—তবু তার মধ্যে থেকেও উঠে আসে এমন কিছু সত্যি, যা মন ছুঁয়ে যায়। মধুমিতা ও দেবমাল্যর প্রেমের গল্প এখন আর গোপন নয়, তবে তাঁদের বিয়ের তারিখ এখনও ধোঁয়াশার মধ্যে। তবে একথা নিশ্চিত, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে তাঁরা প্রস্তুত।