You will be redirected to an external website

জাদুসম্রাটের বাড়িতে সানাইয়ের সুর, কনের সাজে লাজে রাঙা মৌবনী, বিয়ের আসর জুড়ে তারকাদের মেলা

The sound of Sanai is playing in the house of Jadusamrat P. C. Sarkar (Junior) today.

বিয়ের আসর জুড়ে তারকাদের মেলা

জাদুসম্রাট পি সি সরকার (জুনিয়র)-এর (pc sorcar junior) বাড়িতে আজ সানাইয়ের সুর বেজে উঠেছে। তাঁর মেজ কন্যা মৌবনীর বিয়ে আজ (Moubani Sorcar, Moubani Sorcar marriage)। বিলাসবহুল এক হোটেলে বসেছে বিয়ের আসর। টলিপাড়ার চেনা মুখেদের ভিড় সেখানে।

মেহেন্দির ডিজাইনে ধরা পড়েছিল পাত্রের নামের আদ্যক্ষর 'এস', কিন্তু তিনি কে, তা নিয়ে একটা লুকোচুরি ছিল, বিয়ের সন্ধেতে সামনে এল তাঁর পরিচয় এবং ছবিও।

মৌবনীর বর 'এস' আসলে সৌম্য রায়, পেশায় রিসার্চ অ্যানালিস্ট। রীতিমতো 'পাত্র চাই' বিজ্ঞাপন দিয়ে মনের মানুষ খুঁজে পেয়েছেন জাদুসম্রাটকন্যা। কিছুদিন ধরেই মৌবনীর বিয়ের তোড়জোড়ের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় বিশেষ নজর কেড়েছিল নেটিজেনদের।

মৌবনী আগেই দ্য ওয়ালকে জানিয়েছিলেন, “বাবা যে বিজ্ঞাপনটা দিয়েছিলেন, সেখান থেকেই যোগাযোগ। ভাবিনি এত তাড়াতাড়ি বিয়ে হবে। ভেবেছিলাম, এমন মানুষ পাওয়া সম্ভব না, যার সঙ্গে সারাজীবন কাটানো যায়! কিন্তু প্রথম দেখাতেই মনে হল, আমাদের ভাবনা, আমাদের ছন্দ— একই কোথাও।”সৌম্যর কথায় ফিরলে— বিদেশে থাকতেন, এখন কর্মসূত্রে কলকাতায়। পড়াশোনা, অভিজ্ঞতা, ভ্রমণ— সব মিলিয়ে মানুষটিএকেবারেই শান্ত, বিনয়ী, সংস্কৃতিমনা। মৌবনীর চোখে তাঁর সবচেয়ে বড় গুণ কী? “ও খুব অ্যাকসেপ্টিং। খুবই ইন্টেলিজেন্ট। সাহিত্য ভালোবাসে— যা আমারও গভীর প্রিয়। আমার লেখা, আমার কাজ, আমার আর্ট— সব কিছুর সঙ্গে ওর সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। দেশের বাইরে থেকেও দেশের জন্য টান আছে। খুব কালচারড, বাঙালি সংস্কৃতির প্রতি ওর শ্রদ্ধা ভীষণ। ওর পরিবারটাও খুব ভালো— বাবা-মা, দিদি— সবাই শান্ত, মানানসই।”

সূত্রের খবর, মৌবনীর ছোট বোন মুমতাজ কিন্তু জামাইবাবুর জুতো চুরি-অপারেশনের পরিকল্পনায় ব্যস্ত; সিনেমার মতোই টাকা আদায়ে পুরো ‘ফুলপ্রুফ’ চক্রান্ত তৈরি।

আটপৌরে বেনারসি পরনে, সোনার গয়না, কপাল-গাল জুড়ে কলকার সাজ - সাবেকিয়ানার ছোঁয়া মৌবনীর সর্বাঙ্গে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Bollywood's He-Man Dharmendra passed away on November 24 at the age of 89. There is a mystery surrounding his death. Read Next

ধর্মেন্দ্রর অস্থি বিসর্...