You will be redirected to an external website

দুর্ঘটনার কবলে সস্ত্রীক অক্ষয়! বেপরোয়া অটোর ধাক্কায় উল্টে গেল মার্সেডিজ, কেমন আছেন তারকা দম্পতি?

Bollywood actor Akshay Kumar and his wife Twinkle Khanna narrowly escaped a major accident on a busy Mumbai road.

কেমন আছেন তারকা দম্পতি?

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না (Akshay Kumar Twinkle Khanna Car accident)। সোমবার রাত ঠিক ৯টা নাগাদ জুহুর বাড়ির দিকে ফিরছিলেন তারা। সেই সময় তাঁদের কনভয়ের সামনের মার্সেডিজ গাড়িতে আচমকাই সজোরে ধাক্কা মারে একটি অটো রিকশা। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় অভিনেতার বিলাসবহুল গাড়িটি, উল্টে পড়ে রাস্তার পাশে (Akshay Mercedes overturned)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে অক্ষয় এবং টুইঙ্কল অন্য গাড়িতে থাকায় তাঁরা সম্পূর্ণ নিরাপদেই ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় দম্পতি পিছনের ইনোভা গাড়িতে ছিলেন। তাদের কনভয়ে থাকা সামনের মার্সেডিজ়টিকেই লক্ষ্য করে ধেয়ে আসে অটোটি। ধাক্কার জেরে মার্সেডিজ়টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় রাস্তার ধারে (Akshay Mercedes overturned)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোটি টাকার সেই মার্সেডিজ় সম্পূর্ণ চুরমার হয়ে রয়েছে, পাশাপাশি অটো রিকশাটির সামনেও ভয়াবহ ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোর চালক এবং যাত্রীকে উদ্ধার করে। দু’জনই গুরুতর আহত হওয়ায় তাঁদের দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁরা চিকিৎসাধীন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অক্ষয়-টুইঙ্কলের (Akshay Kumar Twinkle Khanna) কনভয় স্বাভাবিক গতিতেই জুহুর দিকে এগোচ্ছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়াভাবে ছুটে এসে সোজা ধাক্কা মারে কনভয়ের সামনের গাড়িটিতে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে পড়ে যায়। চারপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ওই সময় অক্ষয় ও টুইঙ্কল মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ হিসেবে অটোর অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। অটো চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনাস্থলে সিসিটিভি খতিয়ে দেখে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা জানা যাবে বলে মনে করছে পুলিশ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Tollywood's popular couple Dev and Subhashree Ganguly are going to work together again after a long time. Read Next

দয়া করে...’, রাজ ও রুক্মিণী...