হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর |
ময়ূরনীল বেনারসিতে নীতা, কানে ১০০ বছরের পুরনো অ্যান্টিক পোলকি কুন্দন দুল, আর মায়ের দেওয়া ‘হাতফুল’
ময়ূরনীল বেনারসিতে নীতা
ভারতের শিল্পী ও কারুশিল্পীদের সম্মান জানাতে ইরোসের স্বদেশ (Swadesh) ফ্ল্যাগশিপ স্টোরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারপারসন নীতা আম্বানি(Nita Ambani)। মুকেশ পত্নী এদিন পরেছিলেন ময়ূরনীল বেনারসি শাড়ি (peacock blue Banarasi saree), যাতে ফুটে উঠেছে সূক্ষ্ম মীণা কারুকাজ ও ঐতিহ্যবাহী ‘কড়ুয়া’ নকশা—স্বদেশের খাঁটি নকশির এক অপূর্ব নমুনা।
শাড়ির সঙ্গে ছিল ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি কাস্টম ব্লাউজ। ব্লাউজে দেখা গেছে পোলকি বর্ডার, হাতে আঁকা দেবদেবীর প্রতিকৃতি-যুক্ত বোতাম, আর নীতার ব্যক্তিগত সংগ্রহের ভিনটেজ স্পিনেল টাসেল। পুরো সাজটিকে আরও রাজসিক করে তুলেছে তাঁর পরা শতাব্দীপ্রাচীন অ্যান্টিক কুন্দন-পোলকি কানের দুল এবং স্বদেশের তৈরি হাতে বানানো জরোয়ার আংটি।নীতা আম্বানির চুল বাঁধা ছিল ক্লাসিক খোঁপায়, যার পাশে সযত্নে জড়িয়ে দেওয়া হয়েছিল সাদা তাজা ফুল। মাঝখানে একটি লাল টিপ তাঁর বেনারসি শাড়ির গাঢ় নীল-সোনালি রঙের সঙ্গে দারুণভাবে মিলিয়ে দিয়েছে পুরো লুককে—যা একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে অপূর্ব রাজকীয়।
সবশেষে, নীতার হাতে শোভা পেয়েছে তাঁর মায়ের দেওয়া ঐতিহ্যবাহী হাতফুল—পরিবারের অমূল্য উত্তরাধিকার। রিলায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে, ভারতীয় শিল্প-সংস্কৃতি ও কারুশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন।