সঙ্গীতে হৃদয় জয় পলাশ-স্মৃতির
রবিবার, অর্থাৎ আজ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সুরকার পলাশ মুচ্ছল (Palak Muchchal) এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তার আগে মেহেন্দি, হলদি, সঙ্গীত— একের পর এক প্রাক-বিবাহ অনুষ্ঠান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট ও সঙ্গীতজগতের বহু তারকা, আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থেকেছেন এই উদ্যাপনে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পলাশের রোম্যান্টিক প্রস্তাবের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দম্পতিকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।
সঙ্গীত অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। দেখা যাচ্ছে, ‘সালাম-এ-ইশক’ ছবির জনপ্রিয় গান ‘তেনু লে কে ম্যায় জাওঙ্গা’-র তালে নেচে উঠেছেন পলাশ এবং স্মৃতি। নাচের শুরুর আগেই বর-কনেকে ঘিরে অভিনব মুহূর্ত, স্মৃতি প্রথমে মালা পরিয়ে দেন পলাশকে, তারপর দু’জনে শুরু করেন নাচ।
অন্য এক ভিডিওতে ধরা পড়েছে আরও রোম্যান্টিক দৃশ্য। মঞ্চে দাঁড়িয়ে পলাশ গেয়ে উঠেছেন চিরকালীন হিট গান ‘গুলাবি আঁখেঁ’। নীচে বসে মুগ্ধ চোখে শুনছেন স্মৃতি।
শুধু যুগল নাচ নয়, স্মৃতির সম্মানে বিশেষ আয়োজন ছিল দলীয় সহখেলোয়াড়দের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা একসঙ্গে নেচে উঠেছেন ‘তেরে ইয়ার হুঁ ম্যায়’ গানে। সেই পরিবেশনা নজর কেড়েছে অতিথিদের।
স্মৃতি–পলাশের বিয়ে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ক্রিকেট এবং সঙ্গীত— দুই জগতের তারকাদের মিলনসন্ধ্যা হয়ে উঠছে এই উৎসব। ঐতিহ্য, আচার ও পরিবারের উপস্থিতিতে জমে উঠেছে প্রতিটি পর্ব। বিয়ের আগে থেকেই এই তারকা-জুটির উৎসব হয়ে উঠেছে স্মরণীয়— তাঁদের আপনজনদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দর্শকদের জন্যও।
শনিবার মেহেন্দির জন্য স্মৃতি বেছে নিয়েছিলেন বেগুনি রঙের একটি শাড়ি-গাউন। সঙ্গে গলায় ও কানে ভারী গয়না। মাথার টিকলিও ছিল নজরকাড়া। কিন্তু প্রসাধনীতে ছিল না কোনও আতিশয্য। পলাশ পরেছিলেন সাদা কুর্তা ও পাজামা। তার উপরে সুতোর কাজ করা জ্যাকেট।
মেহেন্দি অনুষ্ঠানে স্মৃতির ননদ অর্থাৎ পলক মুচ্ছলের সাজও নজর কেড়েছে। সাদা রঙের লেহঙ্গা পরেছিলেন তিনি। মেহেন্দি অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, পলাশের হাত ভর্তি মেহেন্দি। তাই হবু স্বামীকে খাইয়ে দিচ্ছেন স্মৃতি। এই ভিডিয়ো দেখে যুগলের প্রেমে মুগ্ধ অনুরাগীরা।
শনিবারই ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে গায়েহলুদের অনুষ্ঠানও সেরেছেন স্মৃতি ও পলাশ। বর ও কনে দু’জনেই গায়েহলুদের হলুদ রঙেই সেজেছিলেন। সঙ্গীত অনুষ্ঠানও সেরেছেন তারকাজুটি। ‘অগর ম্যায় কহুুঁ’, ‘তেনু লে কে ম্যায় যাওয়াঙ্গা’ গানের সঙ্গে নেচেছেন একজোটে।