'মালিক' ছবির প্রচারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাজকুমার রাও
বাংলা ইন্ডাস্টির দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। বাংলার পাশাপাশি এবার হিন্দি ছবিতে দেখা যাবে টলিউডের প্রিয় বুম্বাদাকে। হিন্দি ছবিতে তাংর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন আপামর বাঙালী।
বলিউডের নতুন ছবি 'মালিক' - এ দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর এবারও এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন তিনি। সম্প্রতি মুম্বইতে নিজের নতুন ছবির সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির প্রচারে এদিন পরিচালক পুলকিত ও অভিনেতা রাজকুমার রাও ছাড়াও ছবির গোটা টিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে শুটিং-এর নানান গল্প বলেন প্রসেনজিৎ ও রাজকুমার রাও।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘মালিক’-এর ট্রেলার। অ্যাকশনে ভরপুর এই ছবিতে রয়েছে বহু চমক। একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। যিনি নিজের ভাগ্য নিজে লেখেন। কপালে নিয়ে না জন্মালে চাহিদামতো সবটা অর্জন করে নিতে হবে এমনটাই বলতে শোনা যাচ্ছে রাজকুমারকে। ক্রমে তিনি হয়ে ওঠেন ‘মালিক’। বরাবরের মতোই এই ছবিতেও পর্দায় ম্যাজিক দেখাবেন তিনি একথা বলাই বাহুল্য। ট্রেলার দেখে একমুহূর্ত চোখ ফেরানো যায় না। টানটান উত্তেজনা থাকবে এই ছবিতে তা আন্দাজ করাই যাচ্ছে। আগামী ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘মালিক’।
ইতিমধ্যেই টলিউডে ‘বাইশে শ্রাবণ’ ও ‘দশম অবতার’ ছবির পুলিশ অফিসার প্রবীর রায়চৌধুরির মতো কাল্ট চরিত্রে দেখেছেন তাঁকে। নতুন ছবিতেও কি সেই ধারা অব্যাহত থাকবে? তার জন্যই অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।