You will be redirected to an external website

‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে বাংলায় পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল

Punjabi actress Shehnaaz Gill in Bengal to shoot for 'Singh vs Kaur 2'

শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল

শুটিংয়ের জন্য সম্প্রতি কলকাতায় এসেছেন 'পাঞ্জাবের ক্যাটরিনা কইফ' শেহনাজ গিল। তাঁর সঙ্গে শহরে পা রাখেন গিপ্পি গ্রেওয়ালও। সুপারফিট পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এর প্রধান মুখ শেহনাজ ও গিপ্পি। এই ছবির হাত ধরেই ফের গিপ্পির সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ। ছবির সিক্যুয়েলের শুটিং চলবে কলকাতার সহ বাংলার বিভিন্ন প্রান্তে। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নবনীত সিং। 

 বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে ব্যস্ত দুই তারকা। বর্ধমান রাজবাড়িতে চলছে জোরকদমে ছবির কাজ। ‘সিং ভার্সেস কৌর ২’-এ বঙ্গতনয়ার ভূমিকায় অভিনয় করবেন শেহনাজ। চরিত্রের জন্য বাংলাও শিখছেন তিনি। তাঁকে বাংলা শেখানোর ভার এসে পড়েছে টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের উপর। শুটিংয়ের ফাঁকে কালীঘাটে পুজো দিয়ে নিজের হাতে আরতি সেরেছেন পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ।

বিগ বস থেকে দেশ জুড়ে জনপ্রিয়তা বেড়েছে শেহনাজের। বিগ বস-এ প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রয়াসন সকলের মন জয় করেছিল। এই শহরেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। 

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Amitabh Bachchan is impressed by the trailer of 'Dear Maa', posts on his social media to wish Jaya Read Next

'ডিয়ার মা' ছবির ট্রেলার দ...