You will be redirected to an external website

লগ্নের আগেই স্মৃতির বাবার হার্ট অ্যাটাক! হাসপাতালে ছুটল দুই পরিবার, কবে হচ্ছে বিয়ে?

A video of Smriti Mandhana and Palash Muchhal's wedding ceremony is now trending on social media.

লগ্নের আগেই স্মৃতির বাবার হার্ট অ্যাটাক!

 স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠানের এক একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। রবিবার দুপুরেই চার হাত এক হওয়ার কথা ছিল দুই তারকার। কিন্তু তার মাঝেই বিপত্তি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। সূত্রে খবর, এই পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ে।  

ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। পরিবার, আত্মীয়স্বজন এবং ক্রিকেট দলের সতীর্থরাও উপস্থিত ছিলেন বিয়ের সব অনুষ্ঠানে।

সাংলিতে মান্ধানা ফার্মহাউসে বসেছিল বিয়ের আসর। জানা গেছে, রবিবার সকালে ব্রেকফাস্টের সময় থেকেই অস্বস্তি বোধ করছিলেন স্মৃতির বাবা। প্রথমে সবাই ভেবেছিলেন, সামান্য অসুস্থতা, একটু পরেই সেরে যাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি খারাপ হতে থাকে। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্মৃতির টিমের তরফে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছে শ্রীনিবাস মান্ধানা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগে তাঁকে বাড়ি পাঠানো সম্ভব নয়। আরও জানা গেছে, বাবার অসুস্থতার পর কোনও রকম অনুষ্ঠান করার মানসিক অবস্থায় নেই স্মৃতি। তাই বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবারের অনুরোধ, এই কঠিন সময়ে যেন তাঁদের ব্যক্তিগত পরিসরে কেউ প্রবেশ না করেন। চিকিৎসকরা শ্রীনিবাস মান্ধানার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছেন। পরিবার ও ঘনিষ্ঠরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

এদিকে, স্মৃতি মান্ধানা ও পালাশ মুচ্ছলের গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের যে জমজমাট আয়োজন হয়েছিল, তার ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আচমকা এই জরুরি পরিস্থিতির কারণে সব প্রস্তুতি থমকে গেল।

ক্রিকেটপ্রেমী এবং ভক্তরা একদিকে যেমন হতাশ হয়েছেন বিয়ের স্থগিত হওয়ায়, তেমনি অধিকাংশই প্রার্থনা করছেন স্মৃতির বাবার দ্রুত আরোগ্যের জন্য। মান্ধানা পরিবারও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন করে বিয়ের তারিখ ঘোষণা করা হবে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Music composer Palak Muchchal and Indian women's cricket team star batter Smriti Mandhana are getting married on Sunday, i.e. today. Read Next

সঙ্গীতে হৃদয় জয় পলাশ-স...