You will be redirected to an external website

শুটিং এর শেষ দিনে চোখে জল 'রামের'! আবেগঘন মুহূর্তে কথা বলতেই পারলেন পর্দার 'রাম' রণবীর

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment

রঘুনন্দনের ভূমিকায় রণবীর

শেষ হলো পরিচালক নীতেশ তিওয়ারির ছবি রামায়ণের প্রথম পর্বের শুটিং। আর শুটিং-এর শেষ লগ্নে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রণবীর কাপুর। এদিন সেটে উপস্থিত ছিলেন ‘সীতা’ সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবে-সহ টিমের অন্যান্য সদস্যরা। আর সেখানেই মাইক হাতে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করতেই গলা ধরে এল অভিনেতার। কয়েকটা কথা বলার পরই রণবীরকে বলতে শোনা যায়, “এইসময়ে বক্তৃতা দেওয়া বড় কঠিন। একটা অনেক বড় কাজ শেষ করলাম।” আর নায়কের আবেগঘন মুহূর্ত নেট পাড়ায় ভাইরাল।

প্রসঙ্গত, ‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন বিগত তিন বছর ধরে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছে মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় ভক্তদের যে চাতক পাখির দশা হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না।

অ্যানিমেল ছবি সাফল্যের পর নিজেকে একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত তিন বছর ধরে নিজেকে মনেপ্রাণে সঁপে দিয়েছিলেন অভিনেতা।  রঘুনন্দন বেশে তাঁকে কেমন দেখাবে? সেই কৌতূহল বরাবর বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ৩ জুলাই। বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিনই মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পয়লা ঝলক। একে নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। উপরন্তু দুরন্ত ভিএফএক্স। এই সিনেমা যে রণবীর কাপুরের ফিল্মি কেরিয়ারে এক অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে তা বলাই বাহুল্য।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

ভোটের প্রচারে হারিয়ে গেছে ফুলেরার মানুষের সারল্য! নিজের মান ধরে রেখেছে ‘পঞ্চায়েত সিজন ৪’ Read Next

ভোটের প্রচারে হারিয়ে গে...