দ্বিতীয় অধ্যায়ে পা রাখলেন সামান্থা
পুরনো সব কিছুকে ফেলে রেখে এসে ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu marriage)। সোমবার সকালে কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারে (Isha Yoga Centre) লিঙ্গ ভৈরবী দেবীকে সাক্ষী রেখে নিভৃত এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে জুড়লেন অভিনেত্রী। প্রসঙ্গত, আর মাত্র তিন দিন পরই প্রাক্তন স্বামী নাগা চৈতন্য এবং শোভিতা ধূলিপালার প্রথম বিবাহবার্ষিকী (Naga Chaitanya Sobhita anniversary)।
গত বছর ৪ ডিসেম্বর হায়দরাবাদের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা। সেই বিয়ের তারিখের বর্ষপূর্তির আগেই নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা, সিটাডেল পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে (Samantha Ruth Prabhu Raj Nidimoru wedding)।
অন্তরঙ্গ অনুষ্ঠান, প্রকাশ্যে এল সামান্থার বিয়ের ছবি
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে মাত্র একটি লাইন, “1.12.2025”, অর্থাৎ, বিয়ের দিন।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, সামান্থা ও রাজ নিদিমোরু আংটি বদল করছেন, পারম্পরিক আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, আর একটি ফ্রেমে দু’জনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন।
'ভূত শুদ্ধি বিবাহ' (Bhuta Shuddhi Vivaha) ঠিক কী? কোন রীতি মানা হয় তাতে?
এই ভূত শুদ্ধি বিবাহ কোনও সাধারণ রীতি নয়। ইশা যোগ সেন্টারের এই বিশেষ যোগ-সংস্কার পদ্ধতিতে দম্পতির মধ্যে সম্পর্কের পাঁচটি মৌলিক উপাদানকে শুদ্ধ করা হয়। উদ্দেশ্য - মন, আবেগ বা শরীরের ঊর্ধ্বে উঠে এক গভীর আধ্যাত্মিক বন্ধন সৃষ্টি করা। দেবীর কৃপায় জীবনে সম্প্রীতি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক সাযুজ্য প্রতিষ্ঠাই এই অনুষ্টানের মূল লক্ষ্য।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না এই অনুষ্ঠানে।
কীভাবে শুরু হয়েছিল সামান্থা-রাজের সম্পর্কের গুঞ্জন?
ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচ থেকে সামান্থা যখন কিছু ছবি পোস্ট করেন, তখন থেকেই প্রথম গুজব ছড়ায়। কারণ সেই ছবিগুলোর কয়েকটিতে রাজ নিদিমোরুকে দেখা গিয়েছিল। উল্লেখ্য, সামান্থার নিজের একটি পিকলবল দলও রয়েছে, চেন্নাই সুপার চ্যাম্পস।
তারপর গত কয়েক মাস ধরে প্রায়ই সামান্থার ক্যারোসেল পোস্টে দেখা গিয়েছে রাজকে। দু’জন একসঙ্গে কাজও করেছেন, ‘সিটাডেল’ ছাড়াও ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে।
গত বছরই চার হাত এক হয়েছিল নাগা চৈতন্য-শোভিতার
২০২৪ সালের ৮ অগস্ট নাগা চৈতন্য এবং শোভিতা ধূলিপালা বাগদান সেরেছিলেন। নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হয় তাঁদের প্রি-ওয়েডিং রীতি - মঙ্গলস্নান, হলুদ এবং পেল্লি কুথুরু (বধূ-সৌন্দর্য রীতি)।
৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিওতে জমকালো আয়োজনে হয় তাঁদের বিয়ে। নবদম্পতির প্রথম সরকারি ছবি প্রকাশ করেছিলেন নাগা চৈতন্যের বাবা, অভিনেতা নাগার্জুনা।
তিনি লিখেছিলেন, “শোভিতা আর চৈ-এর নতুন অধ্যায় শুরু হওয়া আমাদের কাছে আবেগের মুহূর্ত। পরিবারে স্বাগত শোভিতা, তুমি আমাদের জীবনে আনন্দ এনে দিয়েছ।”
আরও লিখেছিলেন, “এই উদযাপন আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি অনুষ্ঠিত হয়েছে এএনআর গারুর মূর্তির আশীর্বাদের নীচে, তাঁর জন্মশতবর্ষে স্থাপিত সেই স্মৃতিস্তম্ভের সামনে যেন তাঁর ভালবাসা ও দিশা আমাদের সঙ্গে রয়েছে।”