You will be redirected to an external website

‘সত্যি একেই বলে হিরো...’, হাতে সাপ নিয়ে এ কী করছেন সোনু? ভাইরাল ভিডিয়ো

The snake has impressed the fans with the actor's human side.

হাতে সাপ নিয়ে এ কী করছেন সোনু?

এমনিতেই ভক্তদের চোখে তিনি হিরো। এ বার নতুন ভাবে নিজেকে তুলে ধরলেন অভিনেতা সোনু সুদ। সাপ হাতেও অভিনেতার মানবিক রূপ মুগ্ধ করেছে ভক্তদের। শুধুমাত্র সাপটি ধরেননি সোনু, প্রাণেও বাঁচিয়েছেন। সঙ্গে সকলের উদ্দেশে দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনু। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ের ভিতর এই সাপটি ঢুকেছিল। যদিও খুব একটা বিষাক্ত নয়। তবে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। অনেক সময়ই আমাদের বাড়ির ভিতর সাপ দেখা যায়। এরকম দেখলে অবশ্যই পেশাদারদের ডাকুন। আমি জানি কী ভাবে সাপ ধরতে হয়, তাই আমি ধরতে পেরেছি, তবে সাবধান থাকুন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় পেশাদারদের ডাকুন, নিজেরা কিছু চেষ্টা করবেন না।’

ভিডিয়োয় দেখা যাচ্ছে, সোনু সাপটিকে সাবধানে একটি বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখছেন। এবং কয়েকজনকে ডেকে কাছের একটি জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন। সোনুর কাজের প্রশংসা করেছেন ভক্তেরাও। সকলেই তাঁকে একজন সত্যিকারের নায়ক বলে আখ্যা দিয়েছেন।

অনুরাগীদের কেউ বলেছেন, ‘যেখানে মানুষ সাপ দেখে পালিয়ে যায়, সেখানে সোনু নিজের হাতে সাপ ধরে সকলকে সতর্ক করেছেন। কোনও আতঙ্ক বা ভয় নেই তাঁর মধ্যে। ঠিক একজন সত্যিকারের নায়কের মতো। তিনি বাস্তবেও একজন নায়ক।’ কেউ আবার তাঁকে সাবধান করে বলেছেন, ‘এমন অসাবধানতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। একটু সাবধানে থাকুন, নিজের যত্ন নিন।’

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

Ranveer, the on-screen 'Ram', could barely speak during an emotional moment Read Previous

শুটিং এর শেষ দিনে চোখে জল...

Madhumita's wedding! On which date is she sitting on the altar! Read Next

মধুমিতার বিয়ে! কোন তারিখ...