দয়া করে...’, রাজ ও রুক্মিণীকে নিয়ে হাত জোড় করে কী আবেদন করলেন দেব–শুভশ্রী?
রাজ ও রুক্মিণীকে নিয়ে হাত জোড় করে কী আবেদন করলেন দেব–শুভশ্রী?
দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তা ঘিরেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে। প্রাক্তন-বর্তমান, প্রেম-বিচ্ছেদ, মান-অভিমান, অনুরাগীদের কথা প্রসঙ্গে জায়গা করে নিচ্ছে সবই। আর তাই লাইভে বসে খোলা মনে আড্ডা দিতে গিয়ে হয়ে গেলেন তাঁরা সচেতন। হাত জোড় করে জুটির অনুরোধ-- যেন কোনও ব্যক্তিগত আক্রমণ বা অযথা বিতর্ক না হয়। অনুরাগীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দু’জনেই।
২০২৫ সালের অগস্ট মাসে, ঠিক ১০ বছর পর প্রথমবার এক মঞ্চে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রীকে। উপলক্ষ ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’-র প্রচার। সেই মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যেতেই নতুন করে শুরু হয় আলোচনা। কিন্তু ছবির কথা যতটা না চর্চায় ছিল, তার চেয়েও বেশি আলোচনায় উঠে আসে শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) ঘিরে নানা মন্তব্য।
এই পরিস্থিতিতে লাইভে এসে শুভশ্রী স্পষ্ট করে বলেন, অতীতকে পিছনে ফেলে তাঁরা অনেকটাই এগিয়ে গিয়েছেন বলেই আজ একসঙ্গে কাজ করতে পারছেন। তাঁর কথায়, “অতীতে যা ছিল, তা নিয়ে বাঁচতে চাই না। আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আমাদের সঙ্গীরাও পাশে রয়েছেন। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ—ওঁরা পাশে না থাকলে এই কাজটা সম্ভব হতো না।”
দেবও অনুরাগীদের উদ্দেশে একই সুরে আবেদন জানান। তিনি বলেন, লাইভ শেষ হওয়ার পরে যেন কেউ তাঁদের ব্যক্তিগত জীবন বা সঙ্গীদের নিয়ে কটূক্তি না করেন। দেবের কথায়, “আমরা জানি, আপনারা আমাদের ভালবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু তার মানে এই নয় যে আমাদের সঙ্গীদের নিয়ে মন্তব্য করবেন।” দেবের কথায়, “দয়া করে আমাদের পার্টনারকে অসম্মান করবেন না। ওদের এমন কোনও প্রশ্ন করবেন না, যাতে অস্বস্তিতে পড়তে হয়। ওদের সম্মান আমাদের সম্মান। আমরা চাইব, আমাদের যেভাবে ভালবাসা-সম্মান দেন, ওদের ক্ষেত্রেও সেটা খেয়াল রাখবেন। ওরা না থাকলে আজ আমরা এখানে এভাবে বসতে পারতাম না।”
এই লাইভেই দেব ও শুভশ্রী জানিয়ে দেন, তাঁদের নতুন ছবিতে থাকবে প্রেম, অ্যাকশন এবং রোমাঞ্চ—সব ধরনের উপাদান। শুধু তাই নয়, ছবির মুক্তির প্রায় ১০ মাস আগেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেল।
তবে ছবির নাম কী হবে, কিংবা অভিনয়শিল্পীদের তালিকায় আর কারা থাকবেন—সেই বিষয়ে এখনও মুখ খোলেননি প্রযোজক দেব। তবে সব বিস্তারিত তথ্য জানাতে পয়লা বৈশাখে ফের শুভশ্রীকে সঙ্গে নিয়ে লাইভে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।