ব্রেকফাস্টে রোজ ডিম-টোস্ট খাচ্ছেন? ছোটখাটো বদল আনুন, তেলে ভাজা এই রেসিপিই হবে স্বাস্থ্যকর |
বাংলাদেশে ভূমিকম্পে নিহত ৬, আহত ৫০ এর বেশি, আতঙ্কে অনেকে ঘরে ঢুকছেন না
বাংলাদেশে ভূমিকম্পে নিহত ৬
ঢাকা-সহ বাংলাদেশের (Bangladesh Earthquake) নানা প্রান্ত কাঁপিয়ে ভয়াবহ ভূমিকম্প (Bangladesh Earthquake Death)। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে (Dhaka News)। পুরনো ঢাকার বংশালে একটি ভবনের সানশেড ভেঙে তিন পথচারী-সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে এক বছরের এক শিশুও নিহত হয়েছে বলে খবর। শিশুটির মা এবং এক প্রতিবেশীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ঢাকার ৭০ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। মার্কিন ইউএসজিএসের দাবি, রিখটার স্কেলে তীব্রতা ৫.৫; কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল।
ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় ফাটল, ধস, বিপজ্জনক হেলে পড়া ভবনের খবর মিলেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘‘ঢাকাসহ নানা জেলায় ভবনের গায়ে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে।’’
যে সব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেগুলি হল, ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভীবাজার। কম্পন স্থায়ী হয় কয়েক সেকেন্ড। কিন্তু তীব্রতা এতটাই ছিল যে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।
কোথায় কী ঘটল
- বংশালের কসাইটুলিতে পাঁচতলা বাড়ির রেলিং ভেঙে পড়ে আতঙ্ক ছড়ায়।
- উত্তরা সেক্টর-১১–র একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় চারদিকে বড় ফাটল।
- পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপরে পর্যন্ত দীর্ঘ ফাটল দেখা গেছে।
- খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত।
- সূত্রাপুরের স্বামীবাগে আটতলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়েছে।
- কলাবাগানের আবেদখালি রোডে সাততলা একটি ভবন হেলে পড়েছে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও হাহাকারের ছবি ধরা পড়েছে। কম্পন অনুভূত হতেই কয়েক জন পড়ুয়া আতঙ্কে নীচে লাফ দেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের ছাত্র নূরুল হুদার পা ভেঙেছে বলে খবর। হাজি মহম্মদ মুহসিন হল ও জিয়া হল থেকে চারতলা, তিনতলা, দ্বিতীয়তলা থেকে লাফিয়ে জখম হয়েছেন আরও কয়েক জন ছাত্র। অপর সকলকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পের ধাক্কায় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
বস্তুত, কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। আপাতদৃষ্টিতে কম মাত্রা হলেও কলকাতাবাসী (Kolkata) তীব্র আতঙ্কিত। কেউ কেউ বলছেন, জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তাদের।