You will be redirected to an external website

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিগত বেশ কয়েক মাস ধরেই উত্তাল পরিস্থিতি চলছে প্রতিবেশি দেশে। এর মধ্যেই সম্প্রতি চিন সফর সেরে এসেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। সেই আবহেই বাংলাদেশের নির্বাচনের জন্য সে দেশের পুলিশবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। শুধু তাই নয় আসন্ন নির্বাচনের বিষয়ে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওকেও জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।

সোমবার রুবিওর সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। ১৫ মিনিটের ওই ফোনালাপে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গও। রুবিওকে ইউনূস জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে তাঁরা বাংলাদেশে নির্বাচন করাতে চান। সোমবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি বৈঠক হয়। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের।

সম্প্রতি পাঁচ দিনের চিন সফরে বেজিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। চিনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংসং এবং চিনা বিদেশ মন্ত্রকের ভাইস মিনিস্টার সুং-ওয়ে-ডংয়ের সঙ্গে আলোচনা করেন তাঁরা। বিএনপির প্রতিনিধিদল চিন সফরে কী কী বিষয়ে আলোচনা করেছেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্দরে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে ফোনে কথা হল রুবিওর। ইউনূস ও রুবিওর এই ফোনালাপ আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে বলেও দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

AUTHOR :Express News Desk

Trump approves arms sales to Israel Read Next

ইজরায়েলকে ৫১ কোটি ডলারে...