You will be redirected to an external website

সফল ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি! ১০ বছরের প্রতিরক্ষা চুক্তিতে সম্মতি প্রতিরক্ষা সচিব হেগসেথের

Successful India-US defense deal! Defense Secretary Hegseth approves 10-year defense agreement

রাজনাথ সিং এবং পিট হেগসেথ

আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করল ভারত - আমেরিকা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ-এর বৈঠকের পরি এই তথ্য সামনে এসেছে। আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে দুই দেশের মধ্যে। পাশাপাশি পেন্টাগনের বিবৃতিতে স্পষ্ট আমেরিকা দক্ষিণ এশিয়ায় ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার মনে করে।

মঙ্গলবার রাজনাথ সিং এবং হেগসেথের মধ্যে ফোনে কথা হয়। এর পর বুধবার একটি বিবৃতি প্রকাশ করে পেন্টাগন। সেখানেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী দশ বছরে সহযোগিতার সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে। 

মঙ্গলবার রাজনাথ সিং এবং হেগসেথের ফোনালাপের পরই বুধবার বৈঠকে বসেন দুই দেশের রাষ্ট্রনায়ক। চলে দীর্ঘ বৈঠক পর্ব।  সেখানেই প্রতিরক্ষা চুক্তি নিয়ে উভয় দেশের আগামী দশ বছরে সহযোগিতার সম্মতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, উভয় পক্ষ প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি এবং প্রতিরক্ষা শিল্পে একে অপরকে সহযোগিতা করবে।

এই বৈঠকের আগেই হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা এবং গত ফেব্রুয়ারি মাসের যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা করেছেন।  আমেরিকার বিবৃতিতে জানান হয়েছে ।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Russia is stepping up its attacks on Ukraine! Multiple cities destroyed by missile strikes in the middle of the night Read Next

ইউক্রেনে আক্রমণের ঝাঁজ ...