You will be redirected to an external website

সামার ক্যাম্প চলাকালীন হড়পা বান! টেক্সাসে নিহত ২৪, নিখোঁজ বহু

Summer camp stampede leaves 24 dead, many missing in Texas

গুয়াদালুপে নদী

প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি টেক্সাসে। যুক্তরাষ্ট্রের ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিম দিকে, গুয়াদালুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। এখনও পর্যন্ত নদী থেকে ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনও নিখোঁজ অনেকে।

যুক্তরাষ্ট্রে এই সময় স্বল্প কালের গ্রীষ্মঋতু চলছে। এই সময় বেশিরভাগ স্কুলেই সামার ভ্যাকেশন চলছিল। সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়েছিল একটি স্কুলের ছাত্রীরা। তাদের মধ্যে এখনও পর্যন্ত ২৩ জনের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা, তারা জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না-পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৫০০ জনকে। ব্যবহার করা হচ্ছে ১৪টি হেলিকপ্টার। তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। কয়েক দিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ-পশ্চিম দিকে নাগাড়ে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (৮ মিটার) বৃদ্ধি পায়। ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পা বান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

The country will find its voice through alternative parties! Elon Musk announces new political party Read Next

বিকল্প দলের মাধ্যমে কন্...