ব্রেকফাস্টে রোজ ডিম-টোস্ট খাচ্ছেন? ছোটখাটো বদল আনুন, তেলে ভাজা এই রেসিপিই হবে স্বাস্থ্যকর |
বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ৫০০ টাকার নতুন নোট, থাকছে না মুজিবের প্রতিকৃতি
বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ৫০০ টাকার নতুন নোট
জমানা বদলের পর বাংলাদেশের স্কুল-কলেজের পাঠ্যবই (Bangladesh school text books) থেকে আগেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) লেখা এবং তাঁকে নিয়ে রচিত নিবন্ধের বেশিরভাগই বাতিল করা হয়েছে। এবার বাংলাদেশের ৫০০ টাকার নোট থেকে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে ফেলা হল। বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট (New 500 taka note in Bangladesh)। মহম্মদ ইউনুস সরকার (Yunus Government) ক্ষমতায় আসার পর ইতিমধ্যে ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। সেগুলিতেও শেখ মুজিবের ছবি রাখা হয়নি।
গতবছর হাসিনা সরকারের (Hasina Government) পতনের পর বাংলাদেশে শেখ মুজিবকে মুছে ফেলার যে পরিকল্পিত প্রচেষ্টা শুরু হয় তারমধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল ঢাকার ধানমন্ডিতে তাঁর বাড়িটির উপরে হামলা। তিন দফায় ওই বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা প্রায় দুই-তৃতীয়াংশ ভেঙে ফেলেছে। বাংলাদেশের ইতিহাসবিদ এবং মুক্তিযোদ্ধাদের অনেকেই মনে করেন ধানমন্ডি ৩২ এর বাড়িটি শুধু ব্যক্তি বিশেষ নয়, সেটিই দেশটির গর্বগৃহ। স্বাধীনতার ভাবনা এবং তা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই হয়েছিল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে।
মুজিবের প্রতিকৃতি ছাড়া নতুন নোট বাজারে আসছে তাই-ই শুধু নয়, বহু কোটি টাকা খরচ করে ছাপানো বিপুল অংকের নোট বাংলাদেশ ব্যাংক বাজারে না ছাড়া সিদ্ধান্ত নিয়েছে। কারণ সেগুলিতে শেখ মুজিবের ছবি রয়েছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আরও সিদ্ধান্ত করেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকা যাবতীয় নোট দফায় দফায় বাজার থেকে তুলে নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশের সব অংকের নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে।
নোটে শেখ মুজিবের ছবি তিনি রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ছাপা হতো। পরবর্তীকালে সরকারিভাবে তাঁকে জাতির পিতা ঘোষণার পর নোটের পাশাপাশি কয়েন এবং গুরুত্বপূর্ণ সরকারি দলিলেও তাঁর প্রতিকৃতি থাকত। ইউনুস সরকার একটি মামলায় আদালতে জানিয়েছে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন না। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি। কারণ এই সংক্রান্ত সিদ্ধান্ত বলবৎ করতে হলে বাংলাদেশের সংবিধানের সংশোধন করতে হবে। সে দেশের সংবিধানেই শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেইমতো গুরুত্বপূর্ণ সরকারি অফিসে তাঁর প্রতিকৃতি রাখার বিধানও রয়েছে সংবিধানে। ইউনুস সরকার গঠিত সংবিধান সংশোধন কমিশন এই ব্যাপারে তাঁদের সুপারিশে বলেছে, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরকারি দপ্তরে রাখা আসলে ব্যক্তি ভজনা। তারা সংবিধানের ওই সংক্রান্ত অনুচ্ছেদটি বাতিল করার সুপারিশ করেছে। তবে সেই সুপারিশ গৃহীত হবে কিনা তা নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কারা সরকার গড়ে এবং সব সুপারিশ কার্যকর করা হয় কিনা তার উপর