You will be redirected to an external website

ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়াছে রাশিয়া! মধ্যরাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস একাধিক শহর

Russia is stepping up its attacks on Ukraine! Multiple cities destroyed by missile strikes in the middle of the night

বিপর্যস্ত ইউক্রেন

ইউক্রেনে বাড়ছে রাশিয়ার হামলা।  শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। কিভ কর্তৃপক্ষের হিসাব বলছে, রাতভর হামলায় অন্তত ২৩ জন গুরুতর জখম হয়েছেন। ১৩ ঘণ্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

সংবাদ সংস্থা সূত্রে খবর বৃহস্পতিবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন, কথোপকথনে তেমন লাভ হয়নি। এরপরই কার্যত আক্রমণের  ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া। 

ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৩ ঘণ্টায় মোট ৫৩৯টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে ৪৭৬টি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছোড়েনি। ড্রোন হামলার নিরিখে এটি নজির। এ ছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত ১১টি ক্রুজ় এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় তছনছ বহু শহর। রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে ‘নিরাপদ আশ্রয়ে’ থাকতে হয়েছে ইউক্রেনের মানুষকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। একাধিক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিভের রেলস্টেশন এবং একাধিক অ্যাম্বুল্যান্সে হামলা হয়েছে।

AUTHOR :Express News Desk

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ! মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনালাপে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস Read Previous

নির্বাচনের প্রস্তুতি নি...

Summer camp stampede leaves 24 dead, many missing in Texas Read Next

সামার ক্যাম্প চলাকালীন ...