পহেলগাঁও কাণ্ডের আতঙ্ক কাটিয়ে ফের কাশ্মীরমুখী বাঙালি, বিক্রি শুরু হতে না হতেই শেষ ট্রেনের টিকিট
পহেলগাঁও কাণ্ডের আতঙ্ক কাটিয়ে ফের কাশ্মীরমুখী বাঙালি
পহেলগাঁও-এ জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা। তবে আতঙ্ক কেটেছে অনেকটাই। তাই অধিকাংশ বাঙালির পুজোর ডেস্টিনেশন এবার কাশ্মীরই। মঙ্গলবারই শুরু হল পুজোর মরশুমের প্রথম রেলের টিকিট বিক্রি। শুরুর সঙ্গে সঙ্গেই শেষ পঞ্চমীর টিকিট বিক্রি। রাতভর লাইন দিয়েও টিকিট পেলেন না অসংখ্য ভ্রমণপিপাসু বাঙালি।
ফেয়ারলি প্লেসে রাতভর জেগেও টিকিট পেলেন না কোন্নগরের পুলিন সামন্ত। তিনি বলেন, “প্রথম দিকেই ছিলাম। দার্জিলিংয়ে যাওয়ার জন্য টিকিট কাটতে আসি। কিন্তু কোনও ট্রেনেই টিকিট পেলাম না। এদিন কাউন্টার খোলা মাত্র কাশ্মীরগামী ট্রেনের টিকিট বুকিং শেষ।” পূর্ব রেলের টিকিট সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, জম্মু তাওয়াই এক্সপ্রেসের এসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিটের অবস্থা নো-রুমের পর্যায়ে চলে গিয়েছে এদিন। এসি থ্রি টিয়ারে ওয়েটিং লিস্ট ২১৫তে এসে দাঁড়িয়েছে। স্লিপারে ওয়েটিং লিস্ট ২০৭। হিমগিরি এক্সপ্রেস এসি ফার্স্ট ক্লাসের কোনও টিকিট নেই, এক কথায় নো-রুম। এসি টুতে ২৩৭ ওয়েটিং লিস্টে এসে দাঁড়ায়। এসি থ্রিতেও টিকিট নেই, মানে সেই নো-রুম। ওই ট্রেনে স্লিপারও ওয়েটিংয়ের ১৬৫তে এসে দাঁড়ায় শেষবেলায়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আতঙ্কে ছিল বাঙালি। পুজোর হাওয়া লাগতেই সেই ভয় উবে গিয়েছে। পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শঙ্কর ঝা জানিয়েছেন, “ভারত সরকার আতঙ্কবাদীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিয়ে মানুষের মনে আস্থা জুগিয়েছে। এই ধরনের হামলার পুনরাবৃত্তি হবে না। এই আত্মবিশ্বাস জাগিয়েছে মানুষের মনে। তাই মানুষ ছুটছে কাশ্মীরেই।” পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই বাঙালিকে টানে। এবারও তার ব্যতিক্রম হয়নি।