শীতের বিয়েবাড়িতে শাড়ি-শালের ফিউশন
শীত মানেই প্রতিবছর থাকে বিয়ের দিনক্ষণ। এই শীতে বিয়েবাড়ি পড়লে, সাজগোজ, পোশাক কেমন হবে, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। অনেক নারী শীতে শাড়ির সঙ্গে শাল পরে বিয়েবাড়িতে যান। প্রিয় শাড়িটির জমকালো কাজ কি শুধুমাত্র ঠান্ডা এড়াতে গায়ে জড়ানো শালের আড়ালে ঢেকে রাখবেন? সেদিন আর নয়! এই মরসুমে শাড়ি আর শালের যুগলবন্দীকে করে তুলুন আরও স্টাইলিশ, যেখানে উষ্ণতা আর ফ্যাশন – দুটিই থাকবে আপনার সঙ্গে। এই বছর শীতকালীন বিয়েবাড়িতে শাড়ি পরার সময় আপনার শাল ড্রেপিং-এ নিয়ে আসুন কিছু বিশেষ ‘টুইস্ট’, যা আপনাকে দেবে এক রাজকীয় এবং ডিজাইনার লুক।
১. মহারানী ড্রেপ (The Maharani Drape)
শাড়ির ঐতিহ্য এবং শালের উষ্ণতার এক জমকালো মিশ্রণ এই স্টাইল।
পদ্ধতি: আপনার শাড়ি ড্রেপিং শেষ হওয়ার পর শালটি নিন। শালের একটি প্রান্ত ডান কাঁধের সামনে থেকে নিয়ে পিঠের উপর দিয়ে বাম দিকে ঘুরিয়ে আনুন। এরপর বাম হাতের ভাঁজে শালটিকে এমনভাবে জড়িয়ে নিন যাতে শাড়ির আঁচলের মতো একটি জমকালো ‘ড্রেপ’ তৈরি হয়। ডান কাঁধে পিন দিয়ে শালটি ভালভাবে আটকে দিন।
কেন স্টাইলিশ? এই স্টাইলটি আপনার গলার কাছ থেকে বুক পর্যন্ত অংশকে উষ্ণ রাখবে এবং আপনার শাড়ির আঁচলের কাজটিও আংশিকভাবে ফুটিয়ে তুলবে। এটি আপনাকে এক রাজকীয় লুক দেবে।
২. বেল্ট টুইস্ট (The Belt Twist)
এথনিক লুকে আধুনিকতার ছোঁয়া আনতে এই স্টাইলটি একদম পারফেক্ট।
পদ্ধতি: শালটি দুই কাঁধের উপর দিয়ে পিছন থেকে সামনে নিয়ে আসুন এবং সামনের দিকে সোজাসুজি ঝুলতে দিন। এবার কোমরের সবচেয়ে সরু অংশে একটি স্টাইলিশ এথনিক বা মেটালিক বেল্ট দিয়ে শালটি বেঁধে দিন।
কেন স্টাইলিশ? বেল্ট ব্যবহারের ফলে শালের অতিরিক্ত অংশটি শরীরের সঙ্গে ফিট থাকবে। এটি আপনার ওয়েস্টলাইনকে হাইলাইট করবে এবং শাল পরার পরেও আপনাকে একটি স্ট্রাকচার্ড এবং মডার্ন লুক দেবে। এটি দেখতে অনেকটা শাল দিয়ে তৈরি জ্যাকেটের মতো লাগবে।
৩. নেক-র্যাপ উইথ ড্রপ (The Neck-Wrap with Drop)
যারা সিম্পল এবং আরামদায়ক লুক পছন্দ করেন, তাদের জন্য এই স্টাইলটি আদর্শ।
পদ্ধতি: শালটি গলার চারপাশে দু’বার জড়িয়ে নিন, অনেকটা মাফলারে মতো করে। শালের শেষের অংশ দুটি টেনে সামনের দিকে বুক বরাবর ঝুলিয়ে দিন।
কেন স্টাইলিশ? এই স্টাইলটি গলায় উষ্ণতা দেবে এবং আপনার শালের সুন্দর ডিজাইন বা এমব্রয়ডারিকে হাইলাইট করবে। বিশেষ করে যদি আপনার শালটি পশমিনা বা কাশ্মীরি হয়, তবে এই স্টাইলটি আপনার সাজে একটি এলিগ্যান্ট ও সিম্পল আকর্ষণ যোগ করবে।
৪. লুকানো ড্রেপ (The Hidden Drape)
যদি আপনি শাড়ির কাজ পুরোপুরি দেখাতে চান, তবে এই পদ্ধতি অনুসরণ করুন।
পদ্ধতি: শাড়ির আঁচল কুঁচি করে কাঁধের উপর সেট করার সময়, আঁচলের ভিতরের দিকে আলতোভাবে শালটি এমনভাবে পিন-আপ করুন, যাতে বাইরে থেকে শালটি স্পষ্টভাবে দেখা না যায়।
কেন স্টাইলিশ? এতে মনে হবে আপনি কোনো ভারী জ্যাকেট বা শাল পরেননি, অথচ শালটি আপনার শরীরের পিছনের অংশকে আবৃত করে উষ্ণতা দেবে। শাড়ির সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেও ঠান্ডা থেকে বাঁচা যাবে। এটি শাড়ির ফ্রি-হ্যান্ড পল্লু স্টাইলের সঙ্গে খুব মানানসই।
ফ্যাশন টিপস:-
- শালের ধরন: শাড়ির সঙ্গে ভারী পশমিনা, ব্রোকেড বা সিল্ক ফিনিশের শাল বেছে নিন। এতে আপনার লুক আরও জমকালো হবে।
- রঙের বৈসাদৃশ্য: যদি আপনার শাড়ি হালকা রঙের হয়, তবে গাঢ় রঙের শাল বাছুন এবং এর উল্টোটাও করা যেতে পারে। কন্ট্রাস্ট রঙ আপনার সাজে একটি ডাইনামিক লুক যোগ করবে।
- গয়না: শাল পরার সময় গলার হার কিছুটা কম ব্যবহার করুন। এর পরিবর্তে জমকালো কানের দুল (চাঁদবালি বা ঝুমকা) অথবা বেল্ট স্টাইলে কোমরের সাজ এ জোর দিন।
এই শীতে আর শালকে বোঝা মনে করবেন না! একটু কায়দা করে পরুন, আর বিয়েবাড়ির ফ্যাশন গেমে নিজেকে সবার থেকে এগিয়ে রাখু