You will be redirected to an external website

জরিপাড় লাল শাড়িই কি ট্রেন্ডিং? অষ্টমী সকালের সাজও কি এবার তাই হবে?

Is the red saree trending? Will the Ashtami morning outfit be the same this time?

জরিপাড় লাল শাড়িই কি ট্রেন্ডিং?

নয়ের দশকে মহম্মদ আজিজের একটা পুজো অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছিল। সেই অ্যালবামের গানগুলির মধ্যে সবচেয়ে হিট ছিল ‘লাল শাড়ি’ গানটি। গানের কথা ছিল এরকম—“লাল শাড়ি লাল টিপ শ্রীমতি যে যায়/যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। চোখে চোখে ইশারাতে কী যে বলে যায়/সাদাসিধে ভাল ছেলে বুঝি না তো হায়!”

প্রায় তিন দশক পর দুর্গা পুজোর ঠিক ঠিক আগে ফের হিট লাল শাড়ি পরা দুই শ্রীমতির ছবি। দুজনেই টলি ক্যুইন। এক টলিউড দক্ষিণের মানের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির। দ্বিতীয়টি অবশ্যই টালিগঞ্জ। টলিউডের এই দুই অভিনেত্রী হলেন, টলিউডের শুভশ্রী গাঙ্গুলি আর দক্ষিণী তারকা শোভিতা ধূলিপালা। তাঁদের লাল শাড়ি পরা ছবিই কৌতূহল তৈরি করে দিয়েছে, তবে কি এই দেবীপক্ষে এটাই ট্রেন্ড হবে?

পুজো মানে তো শুধুই ভক্তি নয়, সঙ্গে থাকে পোশাকের আভিজাত্যও। প্যান্ডেলে প্যান্ডেলে যে উৎসবের ঢেউ ওঠে, তার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হয় ফ্যাশনের আলাপচারিতা। আর সে পুজো যদি দিতে যান সেলেব্রিটিরা, তাহলে তো সেই পোশাকের দিকেই নজর থাকে সবার। সেভাবেই এ বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে লাল শাড়ি জরি পাড়।

দিন কয়েক আগেই, ধূমকেতু সিনেমা মুক্তির আগে নৈহাটির বড়মা মন্দিরে দেবের সঙ্গে পুজো দিতে হাজির হয়েছিলেন নায়িকা শুভশ্রী। ভিড়ের ভিতরে চোখ টেনেছিল তাঁর লাল সিল্কের জরিপাড় শাড়ি। পাশে দেবও পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি। পাশাপাশি বসে ভক্তিভরে পুজো, আবার ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা— সব কিছুর মাঝেই শুভশ্রীর শাড়ির ঝলক যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। এ দৃশ্য যে শুধু ভক্তদের নয়, ফ্যাশনপ্রেমী মহলেরও নজর কেড়েছে, তাতে সন্দেহ নেই।

আবার গতকাল অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে বিশেষ দর্শনে হাজির হয়েছেন নাগা চৈতন্য এবং তাঁর স্ত্রী শোভিতা ধূলিপালা। চৈতন্য সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন, আর শোভিতা বেছে নিয়েছিলেন সেই উজ্জ্বল লাল সিল্ক শাড়ি। সেই সোনালি জরির কাজ করা। এমন শাড়িতে শোভিতা যেন ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মিশ্রণ হয়ে উঠেছিলেন। মন্দিরে প্রবেশের সময় থেকে শুরু করে বিশেষ পূজার মুহূর্ত— সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো প্রতিটি ভিডিওতেই তাঁর শাড়ির আবেদন স্পষ্ট।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Thakurbari's special Uchhe-Dukho Shukto, a plate of rice will be clear in an instant Read Next

Thakurbari special:ঠাকুরবাড়ির স্পে...