স্নানের সময় নুন ও দুধ এইভাবে মাখলেই ত্বকের লাবণ্য ফিরবে
সারাদিন নানা কাজের জন্য মাঝে মাঝেই রোদে বেরতে হয় অনেককে। ব্যস্তময় দিন কাটিয়ে যখন বাড়িতে ফেরেন ক্লান্তি করে গ্রাস। যদি এরপর আয়নার সামনে গিয়ে দাঁড়ান, তখন দেখা যায় মুখ কালো হয়ে গিয়েছে। মাঝে মাঝে মুখে ব্রণ ও অন্য কালচে দাগছোপও দেখা যায়। সেই সঙ্গে উঁকি মারতে থাকে বলিরেখা। অনেকে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক খরচ করে নানা প্রসাধনী ব্যবহার করেন। কেউ কেউ পার্লারে গিয়ে ট্যান রিমুভ থেকে শুরু ফেস হোয়াইটনিং ফেসিয়াল করেন। কেউ কেউ ত্বক পরিষ্কারের জন্য সাবান হাতে তুলে নেন। এ বার নুন ও দুধ এই দুটো জিনিস ঠিক করে ব্যবহার করলে ফিরবে ত্বকের লাবণ্য। জেনে নিন উপায়।
শুধু মুখ নয়, যখন দেখবেন ঘাড়, গলা, হাত ও পা নানা জায়গায় ট্যান পড়েছে, সেই সময় আর শর্ট, স্লিভলেস জামা পরার আত্মবিশ্বাস পাবেন না। এমন সময় নুন ও দুধ দিয়ে স্ক্রাবিং করলেই পাবেন উজ্জ্বল ও দাগছোপহীন ত্বক। মুখের জেল্লা বাড়ানোর জন্য অনেকেই মালাই বা দুধ মাখেন। সেইমতো দুধ দিয়ে স্নান করতে পারেন। তবে, শুধু দুধ দিয়ে স্নান করলে হবে না। স্নানের জলে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান। সাবানের জায়গায় দুধে ওটস দিয়ে একটি মিশ্রণ বানাতে পারেন। স্নান করার সময় তা গায়ে ঘষতে হবে। এমনটা করলে ত্বকের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে।
হোমমেড বডি স্ক্রাবেই ত্বক ম্যাজিকের মতো ঠিক হবে। একটা বাটিতে হিমালয়ান পিঙ্ক সল্ট নিতে হবে। তাতে ২০-২৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশাতে পারেন। সেই মিশ্রণটি এক ঘণ্টা রেখে দিতে হবে। নুন যখন পুরো তেল শুষে নেবে, সেই সময় দুধ, ওটস, মধু ও গোলাপের পাপড়ি মেশাতে হবে। এই মিশ্রণটি কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারেন।
স্নান করার সময় এই হোমমেড বডি স্ক্রাব হাতে তুলে নিয়ে হালকা করে ঘষতে হবে। তা ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখতে হবে। এরপর ঈষদুষ্ণ জলে স্নান করে নিতে হবে। আর যে দিন এই হোমমেড বডি স্ক্রাব ব্যবহার করবেন, সে দিন ভুল করেও সাবান মাখবেন না।