You will be redirected to an external website

চিকেন বা মটন নয়, এই বিরিয়ানি বানাতে লাগবে না তেল! রেসিপিটা জানেন?

No need for oil to make this biryani, whether it's chicken or mutton! Know the recipe

এই বিরিয়ানি বানাতে লাগবে না তেল!

বিরিয়ানি মানেই আমরা ভেবে ফেলি চিকেন বা মটন বিরিয়ানির কথা। কিন্তু বাঙালির রান্নাঘরে রয়েছে এমন এক বিরিয়ানি রেসিপির সন্ধান, যা কিনা স্বাদে দারুণ। আর রান্না করতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। আর সবচেয়ে বড় ব্য়াপার এক ফোটা তেলও লাগবে না!

পনির ৭৫০ গ্রাম, চাল ২ কেজি, টকদই ৫০০ গ্রাম, ঘি ৩০০ গ্রাম, কাঁচা ছোলা ২০০ গ্রাম, ময়দা ২০০ গ্রাম।

এভাবে তৈরি করুন–

প্রথমে চালটা আধসেদ্ধ করে রেখে দিন। তারপর পনির চৌকো চৌকো করে কেটে তাতে ময়দা মাখিয়ে ঘিয়ে ভাজুন। এবার এই ভাজা পনিরের টুকরোগুলি দইয়ের তলায়া সাজিয়ে তার উপরে তাপ দিন। এরপর কাঁচা ছোলা দিয়ে ঘি গরম করে ঢেলে ডেকচির মুখ বন্ধ করে দিন। আধ ঘণ্টা বাদে ঢাকনা খুলে পরিবেশন করুন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

From detox to diabetes control, a cup of bay leaf water can solve many problems Read Next

Bay Leaf Water: ডিটক্স থেকে ডায়াব...