You will be redirected to an external website

‘পুষ্পা’ চিকেন কারি খেয়েছেন? ঘরেই বানান, রইল রেসিপি

Have you tried 'Pushpa' chicken curry? Make it at home, here's the recipe

‘পুষ্পা’ চিকেন কারি খেয়েছেন?

‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হু ম্যায়’। সিনেমার পর্দায় এই সংলাপেই আগুন ধরিয়ে ছিলেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। বক্স অফিসে রেকর্ড ব্যবসা তাঁর। তবে এই সাফল্য এগিয়ে চলল ‘পুষ্পা ২’-র হাত ধরেও। ঠিক এরই মাঝে ভাইরাল হল পুষ্পা চিকেন কারি। দক্ষিণী স্টাইলের এই রান্না কিন্তু বাঙালি মেজাজের সঙ্গে বেশ যায়। না হয়, এই রবিবারের দুপুরেই হয়ে যাক পুষ্পা স্টাইল দক্ষিণী মুরগির ঝোল!

যা যা লাগবে– মুরগি ২০০ গ্রাম, ধনেগুঁড়ো ১ চা চামচ, মরিচ ১ চা চামচ, লঙ্কাগুঁড়ো ১ চা চামচ, স্লাইস করা পেঁয়াজ ২ টি, ভিনিগার ১ টেবিল চামচ, সরষেবাটা ১ চা চামচ, কারিপাতা ৭-৮টি, নুন, তেঁতুলজল ১ চা চামচ, তেল আন্দাজমতো।

এভাবে তৈরি করুন–

সব মশলা দিয়ে মুরগি ভালো করে মেখে আধ ঘণ্টা রাখুন। তেল গরম করে পেঁয়াজ ভেজে আলাদা তুলে নিন। ওই তেলে সরষে ও কারিপাতা ফোড়ন দিয়ে মশলামাখা মুরগি দিয়ে কষে সেদ্ধ হতে দিন। সেদ্ধ হলে নামিয়ে তেঁতুলগোলা জল দিন। ওপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Is your skin losing its glow due to hypothyroidism? Here's an easy way to restore your appearance Read Next

হাইপোথাইরয়েডের কারণে হা...