You will be redirected to an external website

Vaastu Tips: দেবী কালীর কোন মূর্তি ঘরে রাখলেই হতে পারে বিপদ?

Which idol of Goddess Kali can be dangerous to keep in the house, know the Vaastu Rules

দেবী কালীর কোন মূর্তি ঘরে রাখলেই হতে পারে বিপদ?

দেবী কালী শক্তির প্রতীক। বিশ্বাস আদ্যাশক্তি মহামায়ার রুদ্র রূপ মা কালিকা। তিনি রক্ষা করেন অসুর শক্তি, অশুভ শক্তির হাত থেকে। অনেকে তাই বাড়িতে কালী মূর্তি স্থাপন করে বা কালীর ছবি রেখে নিয়মিত তার পুজোও করেন। যদিও বাস্তুশাস্ত্র বলছে সম্পূর্ণ নিয়ম না মেনে কালী মূর্তি বা কালীর ছবি রাখা মোটেও উচিত নয়। বাড়িতে কোন মূর্তি রাখা যায়?

শান্ত রূপ বা দয়াময় কালী: যে মূর্তির মুখে অতিরিক্ত বিভীষিকাময় অভিব্যক্তি নেই। মায়ের চরণে শুয়ে রয়েছেন স্বয়ং শিব। মা লজ্জায় জিভ বার করেছেন। বিশ্বাস এই প্রতীক অত্যন্ত শুভ। এই রূপ মা কালীকে ঘরের রক্ষাকর্ত্রী ও কল্যাণময়ী হিসেবে উপস্থাপন করে।

মনে রাখবেন মা কালীর ছবি বা মূর্তি উত্তর বা উত্তর-পূর্ব কোণে রাখা শুভ। বাস্তু শাস্ত্রে এই দিকগুলি জ্ঞান, প্রজ্ঞা ও দেবতাদের কোণ হিসেবে বিবেচিত। দেবীর মুখ যেন ঘরের ভিতরের দিকে থাকে। খেয়াল রাখতে হবে কোনও দরজার ঠিক সামনে না থাকে কালীর মূর্তি।

আবার মনে করা হয় ছোট আকারের ছবি বা ধাতুর তৈরি মূর্তি রাখতে পারেন। বিশাল মূর্তির তুলনায় ছোট মূর্তি বা ছবি মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বাস্তু মতে কিছু বিশেষ কালী মূর্তি আছে যা ভুলেও রাখা উচিত নয় বাড়িতে। বিশেষ করে রুদ্ররূপ বা ভীষণ রূপের কালী মূর্তি রাখা উচিত নয়। হাতে কাটা মুণ্ড, রক্তাক্ত জিভ, ভয়ঙ্কর অভিব্যক্তিসম্পন্ন রূপ ঘরে রাখা অনুচিত। এই রূপ পুজো মন্দির বা তন্ত্রসাধনার জন্য নির্দিষ্ট। বাড়িতে রাখলে মানসিক অশান্তি ও অশুভ শক্তি আকর্ষণ করতে পারে।

যুদ্ধরত বা অসুরকে বধ করতে উদ্যত মূর্তি ঘরে রাখলে দ্বন্দ্ব আরও বাড়তে পারে। দাম্পত্য সমস্যা বা মনোমালিন্যও দেখা দিতে পারে। ঘুমের ঘরে, রান্নাঘরে বা টয়লেটের সামনে কালী মূর্তি রাখা উচিত নয়। এই স্থানগুলি মা কালীর উপাসনার জন্য উপযুক্ত নয়। এতে বাস্তুদোষ তৈরি হতে পারে।

বাস্তুশাস্ত্র মতে, মা কালীর শান্ত ও আশীর্বাদময় রূপই ঘরে রাখা উচিত। মায়ের শক্তি পূজার উপযুক্ত স্থান, দিক এবং নিয়ম মানলে তা ঘরে শুভ শক্তি, সাহস ও সুরক্ষা বয়ে আনে। তবে ভুল রূপ বা ভুল স্থানে রাখলে জীবনে অশান্তি ও বিপদ ডেকে আনতে পারে। অতএব, পরামর্শ নেওয়ার পরেই কালী মূর্তি ঘরে স্থাপন করা বাঞ্ছনীয়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Steam therapy is a new way of beauty treatment, know what benefits this therapy has for the skin Read Next

রূপচর্চার নতুন কায়দা স্...