You will be redirected to an external website

কাচ, প্লাস্টিক না ধাতব বোতল, কোনটায় জল খেলে ক্যান্সার থেকে বাঁচবেন?

Plastic bottled water is now an integral part of urban life. The convenience of carrying it, even if you get thirsty at the roadside, plastic bottles are a reliable option.

কোনটায় জল খেলে ক্যান্সার থেকে বাঁচবেন?

প্লাস্টিক বোতলের জল এখন শহুরে জীবনের অবিচ্ছেদ্য অংশ। ক্যারি করার সুবিধা,রাস্তায় ঘাটে জল তেষ্টা পেলেও প্লাস্টিকের বোতলই ভরসা। জল ভরতি বোতল কিনতে চাইলে মিলবে প্লাস্টিকের বোতলই। অনেকে আবার বাড়িতেও ব্যবহার করেন প্লাস্টিকের জলের বোতল। আবার ব্যস্ততায় বছরের পর বছর ধরে অনেকেই একই বোতল ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে—ভুল ধরনের প্লাস্টিক বোতলে দীর্ঘদিন জল খেলে ক্যানসারসহ একাধিক গুরুতর রোগের ঝুঁকি বাড়তে পারে।

কী সমস্যা হতে পারে প্লাস্টিকের বোতলে?

গবেষকদের মতে, অনেক প্লাস্টিক বোতলে Bisphenol A (BPA) ও Phthalates নামক রাসায়নিক থাকে। এগুলো শরীরের হরমোনের তারতম্য ঘটায়। International Agency for Research on Cancer (IARC) এর রিপোর্ট অনুযায়ী, Phthalate—DEHP (Di-ethylhexyl Phthalate)—কে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী (possible carcinogen) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, খুব অল্প মাত্রায় হলেও দীর্ঘদিন BPA-এর সংস্পর্শে থাকলে স্তন ও প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

বিপদ বাড়ে কখন জানেন?

বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বোতলে গরম জল রাখলে ঝুঁকি সবচেয়ে বেশি। বোতল রোদে পড়ে থাকলে সেই বোতলে জল খেলে ক্ষতি। একবার ব্যবহার যোগ্য বোতল বারবার ব্যবহার করলেই বিপদ। যদিও সব গবেষণাই সরাসরি বলছে না যে প্লাস্টিক বোতল থেকেই ক্যানসার হবে। সম্ভাবনা থাকতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা।

কীসের বোতলে জল খেলে ঝুঁকি কমবে?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক হয়ে চললে বাঁচবেন বিপদ থেকে। প্লাস্টিকের বোতলের পরিবর্তে স্টিল বা কাচের বোতল ব্যবহার করুন, প্লাস্টিক বোতলে গরম জল রাখবেন না, বোতলের গায়ে BPA Free লেখা আছে কি না দেখুন পুরনো,স্ক্র্যাচ পড়া বোতল ফেলে দিন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

As panic spreads over the possible infection of Nipah Virus West Bengal, many are wondering why this dangerous virus is named 'Nipah'? Where did this name come from? Read Next

নিপার নাম ‘নিপা’ কেন হল? ...