You will be redirected to an external website

শীত এলেই বেড়ে যায় চুল পড়ার সমস্যা, চিন্তায় ফেলে খুশকিও! মুশকিল আসান করবে মুলতানি মাটি

Many people suffer from dandruff and dryness in their hair during winters. Also, there is hair fall, there is only one solution to all these problems

মুশকিল আসান করবে মুলতানি মাটি

শীতকালে চুলে খুশকি ও শুষ্কতা- এই দুই সমস্যায় নাজেহাল হতে হয় অনেককেই। এছাড়াও, চুল পড়া তো আছে, এত সমস্যার সমাধান একটাই, ব্যবহার করে দেখুন মুলতানি মাটির হেয়ার প্যাক (Multani Mitti Hair Pack), ঘরোয়া উপায়ে তৈরি এই প্যাক চুলের জন্য কার্যকর ও নিরাপদ। 

প্যাকটি বানানোও খুব সহজ। একটি বাটিতে মুলতানি মাটি নিয়ে আগে সামান্য জলে ভিজিয়ে রাখুন, যাতে সেটি নরম হয়ে যায়। এরপর এতে অল্প পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার, অ্যালোভেরা জেল এবং ১–২ ফোঁটা অলিভ অয়েল দিয়ে পেস্টের মতো একটি মিশ্রণ তৈরি করে নিন।চুল হালকা ভিজিয়ে স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত মাস্কটি লাগিয়ে দিন। প্রায় ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। বেশি সময় রাখলে প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ধুয়ে ফেলা জরুরি।

মুলতানি মাটির সঙ্গে লেবুর রস ও মধু বা অ্যালোভেরা দিয়ে হেয়ার মাস্ক বানিয়েও চুলে লাগালে খুশকি ও রুক্ষতা দূর হবে।এই হেয়ার মাস্ক স্ক্যাল্পের শুষ্কতা কমায়, জমে থাকা খুশকির সমস্যাকে নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে চুল নরম, পরিষ্কার ও আরও স্বাস্থ্যকর লাগে।

ঘরেই মুলতানি মাটি দিয়ে সহজে তৈরি করা যায় বলে এই মাস্কগুলি এখন অনেকেরই চুলের যত্নের তালিকায় জায়গা করে নিচ্ছে 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

There is a distinct satisfaction in having a healthy soup for dinner on a cold winter night. Many people like to eat toast with it. Read Next

শীতের রাতের ‘ডিনার’ জমু...