You will be redirected to an external website

ফ্যাশনে এন্ট্রি হলুদ-কালো ‘অটো’র! লুই ভিতঁ-র ব্যাগে উচ্ছ্বসিত ভারতীয়রা, দাম শুনে চোখ কপালে

Yellow and black 'auto' enters fashion! Indians are excited about Louis Vuitton bags

ফ্যাশনে এন্ট্রি হলুদ-কালো ‘অটো’র

ফ্যাশন দুনিয়ায় ভারতীয় ‘অটো’র রাজ। লুই ভিতঁ-র মেনস স্প্রিং-সামার ২০২৬ কালেকশনের র‌্যাম্পে উঠে এল হলুদ-কালো অটোরিকশা। এই অদ্ভুতুড়ে হ্যান্ডব্যাগের ছবি সামনে আসতেই শোরগোল পড়েছে ফ্যাশন দুনিয়ায়। কারণ একটাই, বিশ্ব বিখ্যাত ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস এই প্রথম ভারতের রাস্তাঘাটের চেনা যানটিকে এমন রাজকীয় ভঙ্গিতে মঞ্চে তুলেছে।

এই শোয়ের সঞ্চালনায় ছিলেন গায়ক-ডিজাইনার ফারেল উইলিয়ামস। গোটা কালেকশনটাই ছিল ভারতীয় ঐতিহ্য ও হস্তশিল্পকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা। তবে যা নিয়ে নেটপাড়ায় হইচই, তা হল লুই ভিতঁ-র ‘অটোরিকশা ব্যাগ’। ইনস্টাগ্রামে এই ব্যাগের একটি ভিডিও শেয়ার করেন জনপ্রিয় ফ্যাশন ক্রিয়েটর ডায়েট পরোটা। ক্যাপশনে লেখেন, 'এনআরআই-রা তো পাগল হয়ে যাবে এটা দেখে। গত রাতে র‌্যাম্পে যদি এটা দেখাত, মজাই হত!'

ব্র্যান্ডের স্বাক্ষর মোনোগ্রাম প্রিন্ট দিয়ে তৈরি এই ব্যাগটি দেখতে ঠিক যেন একটি ছোট্ট অটোরিকশা। আছে চাকা, আছে হ্যান্ডল, সবই করা হয়েছে উন্নতমানের ক্যামেল-রঙের লেদার দিয়ে।

এর আগে প্লেন, ডলফিন, এমনকি লবস্টারের আকৃতিতেও ব্যাগ তৈরি করেছিল লুই ভিতঁ। কিন্তু ‘অটো ব্যাগ’ এক কথায় একদম অন্যরকম একটা ভাবনা।

অনুমান করা হচ্ছে, এই ব্যাগটির দাম হবে রীতিমতো চোখ কপালে তোলার মতো। কত দাম, তা এখনও জানা যায়নি। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Not Bara or Malpoa, but Gopal's sweet face should be with 'Taler Paturi', here is the recipe Read Next

বড়া বা মালপোয়া নয়, গোপ...