১০৫ মিনিট নন-স্টপ থেকে ১২ বার পতাকা উত্তোলন
১৫ ই আগস্ট শুক্রবার সকালে লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে আবারও ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে তিনি ভাষণ শুরু করেন সকাল ৭টা ৩৩ মিনিটে। শেষ হয় ৯টা ১৮ মিনিটে। অর্থাৎ টানা ১০৫ মিনিট (প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট) ধরে চলে তাঁর বক্তৃতা। স্বাধীনতা দিবসে এত দীর্ঘ সময় ধরে ভাষণ দেওয়ার রেকর্ড এর আগে আর কেউ করেননি। শুক্রবার এই রেকর্ডও ভাঙলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, মোদী ৯৮ মিনিটের একটি দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। তার আগেও একাধিকবার তাঁর বক্তৃতা এক ঘণ্টা পেরিয়েছে। কিন্তু এবারের মতো এত দীর্ঘ সময় আগে হয়নি।
এই বছর স্বাধীনতা দিবসে মোদী আরেকটি মাইলফলক স্পর্শ করলেন। সেটি হল টানা ১২ বার প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র মোদি। এর আগে এই রেকর্ড ছিল ইন্দিরা গান্ধীর, যিনি টানা ১১ বার এই দায়িত্ব পালন করেছিলেন। যদিও লালকেল্লা থেকে সর্বাধিক বার ভাষণ দেওয়ার তালিকায় এখনও এগিয়ে আছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি মোট মোট ১৭ বার ভাষণ দিয়েছেন লালকেল্লা থেকে। সেই তালিকায় এখন দ্বিতীয় স্থানে মোদী (Narendra Modi)।
মোদীর (Narendra Modi) স্বাধীনতা দিবসের ভাষণ বরাবরই সময়ের দিক থেকে দীর্ঘ হয়। ২০২৩ সালে তাঁর বক্তৃতা স্থায়ী হয়েছিল ৯০ মিনিট, ২০১৬ সালে ৯৬ মিনিট। স্বাধীনতা দিবসের ইতিহাসে সবচেয়ে ছোট ভাষণও দিয়েছেন তিনি। ২০১৭ সালে মাত্র ৫৬ মিনিটে তিনি শেষ করেছিলেন তাঁর বক্তব্য। তবে এবারে অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা, যুবশক্তি, আত্মনির্ভর ভারত, নারীশক্তি, সবই উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণের।